নড়াইলে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শেখ মাসুদ পারভেজ শামীম (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম- ফেজ প্রজক্ট ( এনএটিপি-২) এর আওতায় কমিউনিটি বীজ উৎপাদনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় প্রায় শতাধিক কৃষকের উপস্থিতিতে ব্রি ধান-৮৫ জাতের ধান ( রোপা আউস) বাম্পার ফলন উপলক্ষে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি জোসেফ হোসেনের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা মুহাম্মদ ইনায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক সমরেন বিশ্বাস।
এসময় লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মোঃ সোহান কাজী, মোঃ নাজমুল ইসলাম, সিকদার ইমরান হোসেন, আনোয়ারা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।