নবাবগঞ্জ, দিনাজপুরঃ- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্ত্তী জানালেন, উপজেলার সব ধরনের প্রতিবন্ধী ও মারাত্মক রোগব্যধীতে আক্রান্ত ব্যক্তিদের পাশে থেকে সমাজসেবা কার্যালয় কাজ করে যাচ্ছে ।
নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব -২০২৫ উদ্ যাপন করা হয়েছে ।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৯ ফেব্রুয়ারী)নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব -২০২৫ আয়োজন করা হয়। বেলা ১১ টায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হকের
সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভা শেষে ৪ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সুবর্ণ নাগরিক কার্ড, ৪ জনকে হুইল চেয়ার বিতরণ এবং ২৬ জন ক্যান্সার,কিডনী, স্ট্রোকে প্যারালাইজড,থ্যালাসেমিয়া, জন্মগত হৃদরোগ,লিভার সিরোসিস আক্রান্ত ব্যক্তির মাঝে ১৩ লক্ষ টাকা বিতরণ করা হয়।
তারুণ্যের মাধ্যমে দেশের কাঙ্খিত উন্নয়ন করতে তাদের সহযোগিতার জন্য নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় । তারুণদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রশিক্ষিত করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা । সমাজসেবা দপ্তর থেকে তরুণদের জন্য সাধ্যমত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারুণ্যের উৎসবের সমাপ্তি ঘোষনা করা হয়।