1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
নাচোলে কৃষি প্রযুক্তি মেলা ও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণের উদ্বোধন » Daily Bogra Times
Logo শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ :
সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বগুড়ায় কাঁচা মরিচ উঠানো শুরু, কমবে দাম হিলিতে নারী উদ্যোক্তা সদস্যের শো-রুম উদ্বোধন উল্লাপাড়ায় বাসাবাড়ি জোলার কালভার্ট চলাচল অযোগ্য, জনদূর্ভোগে মানুষ পদ্মা সেতু হয়ে বেনাপোল-যশোর-নড়াইল-খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা হিলিতে আরনু জুটমিল বন্ধ, দিশেহারা শ্রমিকরা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারলে, ধানের শীষের জয় নিশ্চিত : ডাঃ জাহিদ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত উল্লাপাড়ায় প্রতি মণ খিড়ার দাম ১৭০০ টাকা, দামে খুশী কৃষক জয়পুরহাট পাঁচবিবিতে জিয়া পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষি প্রযুক্তি মেলা ও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণের উদ্বোধন

মোঃ সিফাত রানা , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • রবিবার, ৩০ জুন, ২০২৪
নাচোলে কৃষি প্রযুক্তি মেলা ও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণের উদ্বোধন
print news

মোঃ সিফাত রানা , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও পান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং কৃষি প্রযুক্তি মেলার ভার্চুয়ালের মাধ্যমে শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান এমপি।

বীজ, সার ও কৃষি প্রযুক্তি মেলায় সভাপতিত্ব করেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। আজ রবিবার (৩০ জুন) সকাল ১০টার দিকে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, নাচোল উপজেলা পরিষদ হল রুমে বীজ ও সার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মোঃ আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল উপজেলার কৃষি অফিসার সলেহ্ আকরাম, বিএমডিএ ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ভাইস-চেয়ারম্যান কামাল উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীমা ইয়াসমিন লিপি।

ছাড়াও নাচোল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ রয়েল বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ আব্দুন নূর,

আজকের প্রোগ্রামের সঞ্চালক,বিআরডিবি অফিসার, মোঃ হারুন অর রশিদ, পল্লী সঞ্চয়ী ব্যাংক ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী অফিসার, মোঃ হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার, মোঃ রাকিবুল হাসান, মোঃ আমিনুল ইসলাম সহ বিভিন্ন এলাকার কৃষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্যর্ র্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

উল্লেখ্য যে, বিভিন্ন ক্যাটাগরির ২৫ টি স্টল কৃষি প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেন। কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, এবছর ১৯শত কৃষকের মাঝে ৫কেজি ধানের বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি দেওয়া হবে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews