বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু বলেন, যারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযোদ্ধা থেকে বাদ দিতে চায় তারাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আরো বলেন, বিএনপি জনগনের মনের কোঠায় জায়গা করে নিয়েছে। আগামি জাতীয় নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে। শেরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এক আলোচনা সভায় তিনি এসব বলেন।
বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দিবসটির কর্মসূচি শুরু হয়।
এ সময় শেরপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এর পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, যুবদলের সম্পাদক জাহিদুর রহমান টুলু, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবাইদুল ইসলাম, শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাওন হাফিজুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
এরপর, খেজুরতলাস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের কৃতজ্ঞতা ও জিয়াউর রহমান ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করেন।
এ কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।