ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভা নির্বাচনে বিপুল হারে অংশগ্রহণের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।
ভারতে এবার ১৮তম লোকসভা নির্বাচন হচ্ছে। দেশটিতে মোট সাত দফায় এই ভোট হবে। আজ (১৯ এপ্রিল) সকালে প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জনমত জরিপে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে আছে।
আজ এক্সে পোস্ট দিয়ে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন মোদি। প্রথম দফার এ নির্বাচনে যাঁরা ভোটার, বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের রেকর্ডসংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এক্স পোস্টে মোদি লিখেছেন, প্রতিটি ভোটেরই গুরুত্ব আছে, প্রতিটি কণ্ঠস্বরই গুরুত্বপূর্ণ।