আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনা করে সরকার গত
১ নভেম্বর থেকে সারাদেশে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধের ঘোষনা দিলেও বগুড়ার
আদমদীঘি উপজেলায় তা কার্যকর হচ্ছে না। উপজেলায় সর্বত্র ব্যবহার হচ্ছে ক্ষতিকর
ও নিষিদ্ধ পলিথিন।
জানা গেছে, নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত.
পরিবহন, বিপনণ ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত
নিয়েছে সরকার।
সরজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে
কাঁচাবাজার থেকে শুরু করে পাড়া-মহল্লায় অবাধে ব্যবহার হচ্ছে এই পণ্যে। বিকল্প
ব্যাগ ব্যাগ না থাকাতে পলিথিন বিক্রি করছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
আবার উপজেলায় কোন কোন বড় ব্যবসায়ী দোকান থেকে অন্যত্র পলিথিন সরিয়ে
ফেলেছে । দীর্ঘদিনের এই অভ্যাস পারিবর্তন করতে সময় লাগবে বলে জানিয়েছেন
ক্রেতারা।
উপজেলার সান্তাহার পৌরসভার এক ব্যবসায়ী জানান, পলিথিন বন্ধ হওয়া উচিত,
সবাই জানে। কিন্তু মানেন না। একটা সময় ক্রেতারা কাপড়ের ব্যাগ ব্যবহার করেছে।
যেই পলিথিন বাজারে এলো, কাপড়ের ব্যাগ ব্যবহার বন্ধ হয়ে গেল। তবে নতুন আইন,
সময় লাগবে কার্যকর হতে।
কাঁচাবাজার করতে আসা শফিক আহমেদ বলেন, কাঁচা বাজারে অভিযান করার
আগে পলিথিন উৎপাদন যেখানে হয়, সেখানে অভিযান চালাতে হবে। তাছাড়া
বিকল্প পণ্য আনতে হবে বাজারে। কাপড়ের ব্যাগের উৎপাদন বাড়াতে হবে। এই বিষয়ে
প্রচার জোড়দার করতে হবে।
সান্তাহার বাজারের বিক্রেতা মোঃ বাবু বলেন, নতুন করে আমরা আর পলিথিন
দোকানে রাখছি না। ষ্টকে যা ছিল তাই বিক্রি করছে। পলিথিন বন্ধ করতে হলে আগে
এর উৎপাদন বন্ধ করতে হবে। সরকারের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।