1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
পণ্যসংকটে চট্টগ্রামে ভোগ্যপণ্যের বাজার, আকাশছোঁয়া দাম » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী  দেশপ্রেমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হলেন নওগাঁর হাবিবুর রহমান পিরোজপুরের ভাসমান পেয়ারা বাজারে ধস, চাষীরা ঋণগ্রস্ত ২৮ শতাংশ কমে গেছে বাংলাদেশে ভারতের রপ্তানি পরিবর্তন হচ্ছে জেলা-মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম-লোগো ফিফা র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা বন্ধ করা হবে ৩ হাজার ৪৯১টি অবৈধ ইটভাটা সংবিধানকে এমনভাবে করব যাতে করে কোন মানুষ সুবিধা থেকে বঞ্চিত না হয় : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার রিমান্ডের নামে আসামিকে জামাই আদর করার অভিযোগ  মহাদেবপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু মিরাজের লাশ না কাটতে মায়ের আকুতি বদলগাছীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীনগরে গুম হওয়া আরিফুল ইসলামকে জিবীত ফিরে পেতে চায় স্ত্রী ও সন্তানেরা।  বাঁধনকে কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে

পণ্যসংকটে চট্টগ্রামে ভোগ্যপণ্যের বাজার, আকাশছোঁয়া দাম

অনলাইন ডেস্কঃ-
  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৫৩ বার পঠিত
পণ্যসংকটে চট্টগ্রামে ভোগ্যপণ্যের বাজার, আকাশছোঁয়া দাম
print news

ভারী বর্ষণে ডুবেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। চার দিন ধরে চট্টগ্রামে আসছে না ভোগ্যপণ্যবাহী গাড়ি। এদিকে চট্টগ্রামের বড় বাজার খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে দেখা দিয়েছে পণ্যসংকট। আর এ অজুহাতে চাল, পেঁয়াজ ও সবজি, কাঁচা মরিচের দাম আকাশছোঁয়া বেড়েছে

পাইকারি সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন, ৩ দিন ধরে চট্টগ্রামে কোনো ধরনের সবজিবাহী পণ্য আসছে না। বন্যায় কবলিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফেনী ও কুমিল্লায় আটকে আছে চট্টগ্রামমুখী ৩২টি গাড়ি। আর এ কারণে চট্টগ্রামে সবজির বড় আড়ত রিয়াজউদ্দিন বাজারে কোনো ধরনের সবজি নেই। চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে শসা, পটোল এসেছে ছোট পিকআপে। আর সেগুলো বিক্রি হচ্ছে চড়া দামে।

রিয়াজউদ্দিন বাজারে শনিবার (২৪ আগস্ট) বিক্রি হয়েছে লাউ আর শসা। প্রতি কেজি লাউ ৪৫ টাকা, শসা ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া আড়তে আর কোনো ধরনের সবজি নেই। তবে কিছু আড়তদারের কাছে আগের কয়েক বস্তা কাঁচা মরিচ ছিল। সেগুলো পাইকারিতে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। অথচ পাইকারিতে পাঁচ দিন আগেও কাঁচা মরিচের দাম ছিল কেজিপ্রতি ১৮০ টাকায়।

রিয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী বলেন, ‘তিন দিন ধরে কোনো সবজি নেই আমাদের আড়তে। কারণ বন্যার কারণে গাড়ি আসতে পারছে না। আমাদের অনেক গাড়ি আটকে আছে। সবজি পচনশীল। তাই গাড়িতে থাকা অনেক সবজি নষ্ট হয়ে যাবে। আমরাও লোকসানে পড়ব। তবে আশপাশের উপজেলা থেকে একেবারে সীমিত পরিমাণে সবজি এসেছে। এটা চাহিদার তুলনায় কিছুই না।’

এদিকে স্থবিরতা নেমে এসেছে খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে। সেখানেও দেখা দিয়েছে পণ্যসংকট। আর এ অজুহাতে সব ধরনের বস্তাপ্রতি চালে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা।

পাহাড়তলী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন বলেন, ‘গত তিন দিনে মাত্র একটা গাড়িতে চাল এসেছে। পুরো বাজারে চালের সংকট দেখা দিয়েছে। তাই দাম কিছুটা বেড়েছে। সরবরাহ বেড়ে গেলে তখন দাম কমে যাবে। তবে বেচাবিক্রিতেও ভাটা পড়েছে।

একই পরিস্থিতির কথা জানিয়েছেন খাতুনগঞ্জের চাল ব্যবসায়ীরা।

এদিকে খাতুনগঞ্জে চায়না আদা ও রসুনের দাম খুব একটা বাড়েনি। বেশি বেড়ে গেছে পেঁয়াজের দর। পাকিস্তানি পেঁয়াজের কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়। অন্যদিকে এতদিন ৯৫ টাকা দরে বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজের দাম এক লাফে গিয়ে ঠেকেছে ১১০ টাকায়। চায়না আদার কেজিতে ১০ টাকা বেড়ে ২১০ ও চায়না রসুনের কেজিতে ৫ টাকা বেড়ে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।’

হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, ‘আমাদের এখানে কয়েক দিন ধরে পণ্যবাহী গাড়ি আসতে পারছে না। অনেক গাড়ি রাস্তায় আটকে আছে। বাজারে পণ্যসংকট দেখা দিয়েছে। তাই দাম বেড়ে গেছে। তবে বেচাকেনাও খুব একটা ভালো যাচ্ছে না। কারণ আশপাশের উপজেলার খুচরা ব্যবসায়ীরা অনেকে আসতে পারছেন না।’

নগরীর আগ্রাবাদ এলাকার বাসিন্দা মো. আব্দুল হান্নান বলেন, ‘সকালে কাঁচাবাজারে গিয়ে দেখি কোনো ধরনের সবজি নেই। কাঁচা মরিচের কেজি ৮০০ টাকা। অবস্থা খুব একটা ভালো না। সবদিক দিয়ে আমরা সমস্যায় সময় পার করছি।’

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন খবরের কাগজকে বলেন, ‘বন্যার কারণে গাড়ি চলতে পারছে না। সরবরাহ কমেছে, এটা ঠিক। তাই বলে এই অজুহাতে আগের কেনা পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করতে হবে কেন। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের উচিত, ভোগ্যপণ্যের দাম না বাড়িয়ে মানবিক হওয়া।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, ‘আমাদের প্রতিনিয়ত অভিযান অব্যাহত আছে। কেউ কারসাজি করে ভোগ্যপণ্যের দাম বাড়াতে চাইলে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews