1. dailybogratimes@gmail.com : admin :
পলাশবাড়ীতে ইউপির রাস্তার গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ - Daily Bogra Times
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম

পলাশবাড়ীতে ইউপির রাস্তার গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ

মাসুদ রানাঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬ Time View
পলাশবাড়ীতে ইউপির রাস্তার গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ
print news

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা ঝিলবান্ধার মোড় থেকে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামের ইউপি রাস্তার প্রায় ৩ শতাধিক  ইউক্লিপটার্স গাছ বিভিন্ন সময় রাত-ভোর রাতে চুরি করে গাছ কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কাঠ ব্যবসায়ী ও ঠিকাদার কামাল উদ্দিনের বিরুদ্ধে। ফলে লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। 

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা ঝিলবান্ধা মোড় হতে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামে ইউপি রাস্তায় প্রায় ১৪-১৫ বছর পূর্বে স্থানীয় লোকজন ও তৎকালীন ইউপি চেয়ারম্যান রাস্তার দুই ধারে কয়েক হাজার ইউক্লিপটার্স গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। উক্ত গাছ গুলো বড় হওয়ায় স্থানীয় প্রভাবশালী কাঠ ব্যবসায়ী ও ঠিকাদার কামাল উদ্দিন প্রায়ই রাতে-ভোর রাতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাছ গুলো চুরি করে কেটে নিয়ে যায়। উক্ত বিষয়ে এর আগেও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করা হলেও আজও কোন ব্যবস্থা নেয়নি প্রশাসন। 

এমতাবস্থা চলাকালে গত ৩১ জানুয়ারি ভোর রাতেও উক্ত কামাল উদ্দিন ও তার সাঙ্গপাঙ্গোরা ঝিলবান্ধা মোড় হতে নান্দিশহর রাস্তার প্রায় ৫০টি ইউক্লিপ্টার্স গাছ কোন কাগজপত্র ছাড়াই অবৈধভাবে কর্তন করে নিয়ে যায়।

এলাকাবাসী জানান, প্রতিনিয়তই রাতে অথবা ভোর বেলা রাস্তার গাছ গুলো কেটে নিয়ে যায় কামাল উদ্দিন ও তার লোকজন। কিন্তু সে অত্র এলাকার প্রভাবশালী হওয়ায় আমরা তাকে বাঁধা দিতে পারিনা। তারা আরো জানান, এ যাবৎ বিভিন্ন সময় অনুমান তিন শতাধিক ইউক্লিপটার্স গাছ কর্তন করে নিয়ে যায়।যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকার মতো। 

এব্যাপারে বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান, চুরি করে গাছ কর্তন আমি ঠেকাতে পারছিনা, আমি নিরুপায়।

তবে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল-ইয়াসা রহমান তাপাদার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

এব্যাপারে উক্ত কাঠ ব্যবসায়ী কামাল উদ্দিনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। 

এলাকাবাসী সরকারি গাছ কর্তন বন্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

এ ব্যাপারে পহেলা ফেব্রুয়ারি স্থানীয় সাংবাদিক পাপুল সরকার নামে এক সচেতন ব্যক্তি পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews