মোঃ পাপুল সরকার,গাইবান্ধা প্রতিনিধি : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৮২৪ সালে ২৫ জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ তিনি।
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত তিনি।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশবাড়ী বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজনে মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান প্রধানের
সভাপতিত্বে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল রহমান তোতা তোতা,পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ এর প্রভাষক তাহমিনা বেগম,পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মিজান,আলিউল ইসলাম বাদল,আবদুল্লাহ আদিল নান্নু, রাজা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য ছাড়াও,ছাত্র -ছাত্রী, শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নবীউল ইসলাম।