পাভেল মিয়া,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরঅঞ্চলের প্রতিবন্ধী, দুঃস্থ ও অসহায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ-২০২৪ করা হয়েছে। শীতবস্ত্র পেয়ে খুশি শিশুরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে পল্লী স্বাস্থ্য উন্নয়ন সংস্থা (PSUS) উদ্দ্যোগে এবং মুন লাই বগুড়ার সহযোগিতায় প্রতিবন্ধী, দুঃস্থ ও অসহায় শিশুদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র হিসেবে উন্নতমানের টুপি ওয়ালা গেঞ্জি
বিতরণ করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন,উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম। এসময় উপস্থিত ছিলেন,পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শাহিন ইসলাম নয়ন প্রমুখ।