দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে জমি থেকে এক কৃষকের কাটা ধান চুরি করে নিয়ে গেছে বিবাদীরা।বলতে গেলে কৃষককে প্রাণনাশের হুমকি,থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোহাম্মদপুর ইউনিয়নের আমিরপুর গ্রামের মৃত আজাহার আলী মন্ডলের পুত্র কৃষক মোঃ নাজমুল হুদা।
আজ বৃহস্পতিবার দুপুরে অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে জানা যায়,পাঁচবিবি উপজেলার পূর্ব কৃষ্ণপুর মৌজার ১৯৪ নং খতিয়ানে দাগ নং- সাবেক ২২৬, হাল ৫০০, ১৮ শতক তফশিল বর্ণিত সম্পত্তি ক্রয় করে ৭০ বছর ধরে ভোগ দখল করে আসছিল আমিরপুর গ্রামের কৃষক আজাহার আলী মন্ডল।
১০ বছর পূর্বে আজাহার আলীর মৃত্যুর পর তার পুত্র নাজমুল হুদা ওই সম্পত্তিতে চাষাবাদ শুরু করে। গত ১২ নভেম্বর সকালে ঐ জমিতে লাগানো ধান কেটে জমিতে ফেলে রাখে কৃষক পুত্র নাজমুল হুদা।
এই সুযোগে ঐদিন রাতের আঁধারে কয়েশকুল গ্রামের বিবাদী নুরুজ্জামান সহ তার দলবল পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে ধানগুলো চুরি করে নিয়ে যায়। পরদিন ১৩ ই নভেম্বর সকালে কৃষক নাজমুল হুদা জমিতে গিয়ে দেখে তার জমিতে কাটা ধান নেই। আশেপাশের লোক মারফত জানতে পারে যে, গতরাতে উল্লেখিত বিবাদীগণ ধানগুলো চুরি করে নিয়ে গেছে। ধান চুরির বিষয়ে কৃষক নাজমুল হুদা কথা বলতে গেলে তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে বিবাদীগণ।
এ ঘটনায় কৃষক নাজমুল হুদা বাদী হয়ে উল্লেখিত গণকে বিবাদী করে চুরি যাওয়া ধান উদ্ধার ও সম্পত্তি দখলের আশঙ্কায় ১৩ই নভেম্বর রাতে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অপরদিকে অভিযোগের বিষয়ে বিবাদী নুরুজ্জামান জানান, আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে আমরা ধান লাগিয়েছি। নাজমুল হুদাই আমাদের ধান কেটে জমিতে ফেলে রেখেছিল।
আমরা তা বাড়িতে নিয়ে এসেছি। রাতের আঁধারে নয় দিনের আলোতেই এনেছি। আমাদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা।
এ ব্যাপারে পাঁচবিবি থানার ওসি কাওসার আলী জানান, ধান চুরির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।