দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, কবির এ ভাষাকে বুকে লালন করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান-২০২৪ আজ ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
দশম শ্রেণীর ছাত্র জিৎ মহন্ত ও ছাত্রী তাওমিন ফারিহার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য পাঠ করেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক।এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুস আলী। মানপত্র পাঠ করে দশম শ্রেণীর ছাত্রী নাদিয়া আক্তার ও শ্রদ্ধাঞ্জলি পাঠ করে বিদায়ী ছাত্রী সিরাজুম মুনিরা। সুমধুর কন্ঠে সংগীত পরিবেশন করে নবম শ্রেণীর ছাত্রী সৃষ্টি রানী দাস।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বীরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সুমন চৌধুরী,সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম,বাগজানা ইউপি সদস্য আরিফ হোসেন,নওশাদ হোসেন মন্ডল, বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আব্দুর রহমান ও বাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা প্রমুখ।
প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক জানান,এবারে অত্র বিদ্যালয় থেকে ১২৭জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এছাড়াও ২০২৪ সালে ৫৫ জন ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হয়েছে।তিনি তাদের সফলতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শেষে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মোঃ ইসাহাক আলী।