দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ শতবছর পূর্বের বাপ-দাদার আমল থেকে চলে আসা ঐতিহাসিক ঘোড়া-নাচের মেলা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচবিবির সুলতানপুর বটতলা সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে।
আজ রবিবার সকাল থেকে সুলতানপুর বটতলা আদিবাসী পল্লীতে এ মেলার কার্যক্রম শুরু হয়। মেলার মূল আকর্ষন উপজেলার বিভিন্ন আদিবাসী পল্লী থেকে ঘোড়া-নাচের দল মেলায় অংশগ্রহন করে। এসময় নারী-পুরুষ বাঁশ-কাপড়ের তৈরী ঘোড়া সহ ঢোল মাদল ও কাঁসা বাজিয়ে মেলায় আদিবাসী নৃত্য করে আনন্দ প্রকাশ করে। ঐতিহ্যবাহী মেলা দেখতে দূর-দুরান্ত থেকে ছোটবড় নারী-পুরুষ মেলা প্রাঙ্গনে উপস্থিত হয়। মেলাকে ঘিরে নাগর দোলনা ও বিভিন্ন প্রকারের মিষ্টি কসমেটিসের দোকান বসে। মেলার নিরাপত্তায় এলাকার আদিবাসী যুবকরা স্বেচ্ছাসেবকের দ্বায়িত্ব পাালন করেন। মেলা পরিদর্শন করেন বালিঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান চৌধুরী বিপ্লব ও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী পরমেশ মাহাতো।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়া-নাচ মেলা কমিটির সভাপতি শ্রী কমল পাহান, সাধারন সম্পাদক শ্রী অনিক পাহান, সদস্য শ্রী গোবিন্দ পাহান, গোপাল দেবনাথ, নৃপেন্দ্রনাথ মাহাতো ও তরুন পাহান।