দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আজ ১৬ ই নভেম্বর শনিবার সকাল ১০ টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন-২০২৪ আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম। উপজেলা সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ গোলাম কিবরিয়া মন্ডল। সম্প্রতি জেলা জামায়াতের রোকন সম্মেলনে নির্বাচিত পাঁচবিবি উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম কে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি। নির্বাচন পরিচালনা করেন জেলা নির্বাচন কমিশনার মাওঃ আব্দুল খালেক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য মাওঃ মাহমুদুল হাসান,মোঃ হাকিকুল ইসলাম ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এই সম্মেলনের মাধ্যমে রুকনদের সরাসরি ভোটের মধ্যে দিয়ে নতুন উপজেলা শুরা নির্বাচিত হবে। তবে দলীয় নিয়ম অনুযায়ী কেউ কোন পদে নিজে থেকে প্রার্থী হয় না। এই সম্মেলনে উপজেলার পুরুষ মহিলা মিলে মোট ২৮৩ জন সদস্য (রুকন) তাদের পছন্দের দায়িত্বশীলদের নাম লিখে একটি নির্দিষ্ট বাক্সে ফেলেছেন। এই ভোট গণনা করার পর সর্বোচ্চ ভোট প্রাপ্ত দায়িত্বশীলদের নিয়ে উপজেলা শুরা ও উপজেলা কর্মপরিষদ ২ বছরের জন্য নির্বাচিত হবে। দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে এ রুকন সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছিল যেন উৎসবের আমেজ।