1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
পাঁচবিবিতে দাফনের ২ মাস পর কবর থেকে বিশালের লাশ উত্তোলন ছেলে হত্যার বিচার চায় পরিবার » Daily Bogra Times
Logo শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
এমন দেশ গড়তে চাই, যেখানে জনগণই হবে সব ক্ষমতার মালিক : ড. ইউনূস ভারত থেকে ৫৬ টাকা কেজিতে ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার লিটারে ১৫ টাকা কমানো সম্ভব জ্বালানি তেলের দাম : সিপিডি কর কমায় খেজুরের আমদানি ব্যয় ৬০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত কমতে পারে গোবিন্দগঞ্জে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে তৃণমূল পর্যায়ে ক্লাইমেট ফিনান্স ট্র্যাকিং বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা সাঁথিয়ায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের হান্নান সভাপতি আইনুল সম্পাদক দ্বিগুন দামেও মিলছেনা আলুর বীজ, ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ রাসিকের ১৬১ কর্মীকে অব্যাহতি, ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ ৬ বছর পর সেনাকুঞ্জে খালেদা, ড : ইউনূসের সাথে কুশল বিনিময় ৫ আগস্ট কি ঘটেছিল জানালেন হান্নান মাসউদ নাটোরের সিংড়ায় ডেঙ্গু নিধন অভিযান শুরু মান্দায় নদী ও পুকুরপাড় থেকে দুই লাশ উদ্ধার নওগাঁর আলোচিত ও চাঞ্চল্যকর সুমন হত্যার মূল আসামি বুলবুল গ্রেফতার

পাঁচবিবিতে দাফনের ২ মাস পর কবর থেকে বিশালের লাশ উত্তোলন ছেলে হত্যার বিচার চায় পরিবার

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
পাঁচবিবিতে দাফনের ২ মাস পর কবর থেকে বিশালের লাশ উত্তোলনছেলে হত্যার বিচার চায় পরিবার
print news


দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ দাফনের দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গিয়ে গুলিতে নিহত হওয়া জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মফিজুল সরকারের ছেলে বিশালের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে আদালতের নির্দেশে তার পারিবারিক কবরস্থান রতনপুর থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন পুলিশ। এসময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, চিকিৎসক, ডিবি পুলিশ ও তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই লাশ উত্তোলন করা হয়। দীর্ঘ দুই মাস পর কবর থেকে নিহত বিশালের লাশ পুনরায় উত্তোলন করা হবে এমন খবরে কবরস্থানের আশপাশে ভিড় করেন স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসীর দাবি, সঠিক তদন্তের মাধ্যমে বিশাল হত্যার সঙ্গে জড়িত প্রকৃত দোষীরা শাস্তি পাক।

এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. উজ্জল বাইন, জয়পুরহাট সিভিল সার্জনের প্রতিনিধি চিকিৎসক মো. শাহ আলম সোভন, জয়পুরহাট সদর থানার (ওসি, তদন্ত) মো. মিজানুর রহমানসহ স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

নিহত বিশালের মা বুলবুলি বেগুম বলেন, ছাত্রদের আন্দোলনে গিয়ে আমার ছেলে বিশাল নিহত হওয়ার পরে আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করি। এরপর জয়পুরহাট আদালতে ১২৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করি। সেই মামলায় তদন্তের জন্য আদালতের নির্দেশে আমার ছেলের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সরকারের কাছে আমার আবেদন, সঠিক তদন্তের মাধ্যমে আমার ছেলে হত্যার সঙ্গে জড়িত প্রকৃতি আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত (৪ আগস্ট) রবিবার দুপরে জয়পুরহাট শহরের বিভিন্ন পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থী-পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ারসেল ও সাউন্ডগ্র্যানেড নিক্ষেপ করে। এসময় গুলিতে একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী কলেজছাত্র বিশাল নিহত হন। নিহত শিক্ষার্থী পাঁচবিবির বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদ্বশ শ্রেণিতে অধ্যয়ণরত ছিলেন।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews