পাঁচবিবিতে পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে । এরপর বৌদ্ধদের সধর্ম ভিত্তিক এক আলোচনা এক সভাও অনুষ্ঠিত হয়।
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: গভীর ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোত্তম অনুষ্ঠান-২০২৩ আজ ৩০ অক্টোবর সোমবার দুপুরে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা (উচাই ) ঐতিহাসিক বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কঠিন চীবর দান উৎসব উদযাপন কমিটির আয়োজনে প্রথমে সকালে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন,বুদ্ধ পূজা ও সংঘদানের মধ্য দিয়ে উৎসবটির শুভ সূচনা করা হয়। এরপর বৌদ্ধদের সধর্ম ভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক ধর্ম যাজক সুশীল প্রিয় ভিক্ষু। মৃগাঙ্গ সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আটাপুর ইউপি চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পীরগাছা ওয়াট অনাথালয় বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তমসার ভিক্ষু,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ পরিষদের স্থবির সিলময় ভান্তে,প্যানেল চেয়ারম্যান বাবু করুণা কান্ত বেগ ও কঠিন চীবর দান উৎসব উদযাপন কমিটির সভাপতি কন্ঠ শিল্পী দিলীপ মালো প্রমুখ। পরে কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়। এবারে বৌদ্ধসহ বিভিন্ন ধর্মাবলম্বী ২৫০ জন গরিব অসহায় এতিম শিক্ষার্থী ও দরিদ্র নৃগোষ্ঠীদের মাঝে মাঝে ভক্তদের দানের সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি। শেষে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও আকাশে ফানুস বাতি উড়িয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।