পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে রবি ২০২৪ -২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল সরিষা,গম, ভুট্টা, মসুর, পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়।
বিশেষ অতিথি ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ আরো অনেকে।
শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পাঁচবিবি পৌরসভা সহ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬ হাজার ৩ শত ১৫ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা, ২০ কেজি গম, ২ কেজি ভুট্টা,৫ কেজি মসুর, ১ কেজি পেঁয়াজের বীজ ও বীজ অনুপাতে ২০ কেজি, ১০ কেজি ও ৫ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।