1. dailybogratimes@gmail.com : admin :
পাঁচবিবিতে ভূট্টার বাম্পার ফলনের আশা কৃষক কূলের - Daily Bogra Times
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
বগুড়ায় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের আহবায়ক ছুরিকাহত রোনালদোর ‘সর্বকালের সেরা’ মন্তব্য আর্জেন্টাইন তারকার আঠারোর নির্বাচনের এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ জাকির নায়েকের বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো সরকার বগুড়া-নওগাঁ মহাসড়কে অটোভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ৪ সাঁথিয়ায় পূর্ববিরোধের জেরে হামলা,ভাংচুর ও লুটপাটের অভিযোগে ৮ জন আটক   তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা  বদরগঞ্জে অগ্নিদগ্ধ অজ্ঞাত নারীর লাশ উদ্ধার মান্দায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধার সুন্দরগঞ্জে ২৬৮ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

পাঁচবিবিতে ভূট্টার বাম্পার ফলনের আশা কৃষক কূলের

দবিরুল ইসলাম পাঁচবিবি-
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬ Time View
পাঁচবিবিতে ভূট্টার বাম্পার ফলনের আশা কৃষক কূলের
print news

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নে এবার ২০২৫ এ কৃষকের কষ্টার্জিত ফসল ভূট্টা বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন কৃষককূল। কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটায় গত বারের চাইতে এবার এই ফসল চাহিদার চাইতেও অধিক ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানায় বিভিন্ন এলাকার কৃষকরা।

স্থানীয় কয়েকজন কৃষকের সঙ্গে আলাপ করে জানা গেছে ভূট্টা চাষের পর এখনো কোন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পরিনি আমরা, এটাই আল্লাহর নিকট হাজারো শুকরিয়া। আল্লাহ যদি আমাদের উপজেলায় কোন বড় ধরনের প্রকৃতিক দুর্যোগ না দেন, তাহলে আমরা ভূট্টার বাম্পার ফলনের আশা করছি। তবে কৃষকরা আরো জানায় গত বছরের তুলনায় এবার ভূট্টা চাষে ব্যায় হয়েছে বেশী, ১বিঘা ভুট্টা চাষ থেকে কাটামাড়া পর্যন্ত খরচ পরবে ১০-১১ হাজার টাকা এই ফসলে মূল্য কৃষকের অনুকূলে থাকলে কিছুটা লাভের মুখ দেখবেন কৃষকরা। তবে শ্রমিক সংকটেরয় কারণে চাষিরা ক্ষেত থেকে ধান ঘরে তুলতে অধিক খরচের করনে রীতিমত দুশ্চিন্তায় রয়েছেন। 

বাগজানা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ভুট্টাচাষী সুবাস চন্দ্র জানান, এক বিঘাতে খরচ হয় ১০-১১ হাজার টাকা, কিন্তু আলুর জমিতে ভুট্টা আবাদ করলে খরচ কম হয়, কেননা আগে থেকেই জমিতে সার দেওয়া থাকে । প্রতি বিঘায় ৩৫-৪৫ মণ ভুট্টা আবাদ হয়। ১০০০-১২০০ টাকা প্রতি মণ ভুট্টা বিক্রি হয়েছিল। তবে এবার গতবারের চেয়ে বেশি দামে ভুট্টা বিক্রি হবে বলে জানা যায়। আমদানির উপরে বাজার উঠানামা করে বলে কৃষক জানায়। আগাম রোপন করা ভুট্টা ইতিমধ্যেই কাটা ও মাড়াই করা শুরু হয়ে যাবে।

বালিঘাটা ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রচুর ভুট্টার আবাদ হয়েছে। প্রায় ২৫-৩০ বিঘা, সাবেব অধ্যাপক সুনীল রায় ১ বিঘা, নির্মল রায় ১ বিঘা, বাদশা   ৩ বিঘা, জামাল  ২ বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছেন। ১ বিঘাতে বীজ লাগে ২-২.৫ কেজি। খরচ হয় ১৫০০০ টাকা, ও ভুট্টা বিক্রি হয় ৩৫-৪০ হাজার টাকায়। জানুয়ারী মাসের প্রথম দিকে আগাম আলু উত্তোলন করে ভুট্টা রোপন করা হয়। এতে কম খরচ হয়। রামচন্দ্রপুর গ্রামের আদর্শ কৃষক সুবাশ চন্দ্র বলেন।

এদিকে পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ লুৎফর রহমান বলেন “কোন রোগবালাই না থাকায় ও আবহাওয়া ভাল হওয়ায় কৃষকরা কাঙ্খিত ফলন আশা করছেন। চাহিদার চাইতেও কৃষক অধিক ফলন কৃত ভূট্টা ঘরে তুলবেন। কৃষি কর্মকর্তা আরও জানান এবার উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠে ৫০০ হেঃ জমিতে ভূট্টা চাষ হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews