দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ১হাজার ৪০ লিটার চোলাই মদসহ ৭জন চোলাই মদব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩,
জয়পুরহাটের চৌকস আভিযানিক দল ২৪ মার্চ রবিবার রাত ৮ টায় পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামের শ্রী রাম মুরমু"র বাড়ীতে অভিযান চালিয়ে ১ হাজার ৪০ লিটার চোলাই মদসহ মহিপুর গ্রামের মাদক মাদককারবারী মৃত মুশাই মুর্মুর পুত্র শ্রী রাম মুর্মু (৪৫), একই গ্রামের মৃত জনাতন হেমরমের পুত্র শ্রী লিমন হেমরম (২৩), মৃত-পাগল সরেনের পুত্র শ্রী ফিলিমন সরেন (৪২), মৃত-মারাং সরেনের পুত্র শ্রী রূপলাল সরেন (৩২), মৃত-পিলিস সরেনের পুত্র শ্রী মিন্টু সরেন (৩৫),মৃত-মিতুলাল টুডুর পুত্র শ্রী মোহন্ত টুডু (৪২) ও মৃত মারাং মুর্মুর পুত্র শ্রী বাবলু মুরমু (৪৫), কে গ্রেফতার করে। আজ সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,শ্রী রাম মুর্মু দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার মহিপুর এলাকায় নিজ বসত বাড়িতে চোলাই মদ উৎপাদন করে লিমন, ফিলিমন, রূপলাল, মিন্টু, মোহন্ত এবং বাবলু এর মাধ্যমে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। এ ব্যাপারে ধৃত মাদক ব্যবসায়ীদের পাঁচবিবি থানায় সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।