1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
পাঁচবিবির 'বৈশাখী' কবুতর পালনে সফল » Daily Bogra Times
Logo বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
সারিয়াকান্দিতে সমবায়ীদের নিয়ে যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত আবারও বিয়ে করলেন সিদ্ধার্থ-অদিতি হারের জন্য স্পিনারদেরও কাঠগড়ায় তুললেন ফাহিম এবাত ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল যারা হিন্দু-মুসলিম বিভাজন তৈরি করবে, তারা ইতিহাস থেকে হারিয়ে যাবে আইনজীবী হত্যা : ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা জয়পুরহাটে যানজট নিরসনের উদ্যোগে পুলিশ সুপারের মতবিনিময়  যমুনা সেতুতে ছুটল ট্রায়াল ট্রেন আদমদীঘিতে ১৪৬টি গাছ ৬ লাখ টাকায় নিলামে বিক্রি পাঁচবিবির ‘বৈশাখী’ কবুতর পালনে সফল জলাবদ্ধতার কারণে উল্লাপাড়ার নাগরৌহায় ২শ ৫০ বিঘা জমিতে সরিষার আবাদ নিয়ে সংকিত কৃষকগণ বদরগঞ্জে সড়কে যানজট ফুটপাত ব্যবসায়ীদের দখলে ভোগান্তিতে পথচারীরা  আদমদীঘিতে জমির বিরোধে সাংবাদিককে হাতুড়ি দিয়ে আঘাত, হাসপাতালে ভর্তি

পাঁচবিবির ‘বৈশাখী’ কবুতর পালনে সফল

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
পাঁচবিবির 'বৈশাখী' কবুতর পালনে সফল
print news

 দবিরুল ইসলাম পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ কবুতর হলো শান্তির প্রতীক। রাজা-বাদশারা আগের যুগে রাজপ্রসাদে কবুতর পালন করত রাজ দরবারের বার্তা প্রেরণের জন্য। কবুতরের পায়ে বার্তা বেঁধে বাহকের নিকট পাঠানো হত।

 জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের গোপালপুর মহল্লার কবুতর প্রেমী এক শিক্ষিত মেয়ে বৈশাখী শখ করে বাসায় বিভিন্ন জাতের কবুতর লালন-পালন করে। প্রান্তিক একজন কৃষক মোঃ গোলাম রসুল গোলাপের ৩’মেয়ের বড় মেয়ে খাদিজাতুন কুবরা বৈশাখী বলেন, বাবা বাসায় গরু ছাগল ভেড়া হাঁস-মুরগী পালন করে। বাবা আমাকে বাজার থেকে কয়েক জাতের কবুতর এনে দেয় এবং ছোট্ট একটি ফার্ম তৈরী করে দেন। শখ করে ১০’জোড়া কবুতর দিয়ে র্ফাম চালু করলেন বর্তমান কবুতর সংখ্যা প্রায় ২৫০’টি। বৈশাখীর র্ফামে এখন বাংলা গিরিবাজ রেসার সিরাজী ঘিয়াচুন্নী মোশালদম সহ বিভিন্ন প্রকারের কবুতর শোভা পাচ্ছে। প্রতিদিন দু’বার কবুতরগুলো ১২ থেকে ১৫ কেজি পরিমান ধান চাল ভুট্টা গম অথবা সরিষা খায়। মাসে ৪০-৫০ হাজার টাকার কবুতর বিক্রয় করি বলে জানায় বৈশাখী।

বৈশাখীর বাবা গোলাপ বলেন, কবুতরগুলোর পরিচর্যা মেয়ের পাশাপাশি আমিও একটু করি। অন্যান্য পশু-পাখি পালনে যেমন পরিশ্রম করতে হয় কবুতর পালনে তেমন পরিশ্রম হয়না। সকাল-বিকাল একটু খাবার দিলেই হয়। মেয়েকে ১০’জোড়া কবুতর বাজার থেকে এনে দিয়েছিলাম বর্তমানে ২’শর অধিক কবুতর খামারে হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, কবুতর পালন শখের বিষয় হলেও কিন্ত লাভজনক।  তিনি আরো বলেন, শিক্ষিত বেকার যুবক-যুবতীরা চাকুরীর আশায় বসে না থেকে ছোট-বড় র্ফাম করে বিভিন্ন পশু লালন-পালন করা উচিৎ। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ পরামর্শ ও কারিগরী সহায়তা প্রদান করা হয় বলেও জানান তিনি।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews