পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, নিহত ৬ জন। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী।
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। ডেরা ইসমাইল খান শহরের এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার দেশটির তত্ত্বাবধায়ক সরকারের খাইবার পাখতুনখোয়া তথ্যমন্ত্রী ফিরদৌস জামাল শাহ এই তথ্য জানিয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী।
আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম বলছে, শহরের ট্যাঙ্ক আড্ডায় একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে। এ বিস্ফোরণের পর আবার গুলির শব্দও শোনা গেছে। এতে ২২ জন আহত হয় যাদেরকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত মাসে ঈদে মিলাদুন্নবীর দিনে খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং বেলুচিস্তানে দুটি বিস্ফোরণ ঘটেছে। এতে বহু মানুষ নিহত হয়েছিল।
সূত্র : জিও নিউজ