পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের কাকমারি গ্রাম সাবেক ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর মন্ডল গং এর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় মনিরুজ্জামান মনি'র এর ১টি ভেকু, ৩ টি লড়ি(ট্রাক্টর) ব্যাপক ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনা মনিরুজ্জামান মনি'র বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত ৩১ শে জানুয়ারি ভোর পাঁচটার সময় কাকমারি ভুতগাড়ি বিলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৯ শে জানুয়ারি কচুয়ারামপুর গ্রামের ভেকু ব্যবসায়ী মনিরুজ্জামান মনি'র ভূতগাড়ি বিলে আজিজুল ইসলামের জমিতে পুকুর সংস্কারের জন্য যায়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা সবুর মন্ডল নেতৃত্বে আমিরুল, জানার উদ্দিন, আসাদুল, আয়নাল মাসুম, তোফাজ্জল, আবু সামা গং ভেকু ব্যবসায়ী মনিরুজ্জামান মনির'এর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
তাদের দাবি কৃত ৫০ হাজার টাকা দিয়ে অস্বীকার করলে গত ৩১ জানুয়ারী ভোর ৫টার সময় লোহার রড, দেশি অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে মনি'র হোসেনের ১ টি ভেকি মেশিন, ৩ টি ট্রাক্টর (লড়ি) ব্যাপক ভাংচুর করে ফেলে রেখে যায়। এতে তার ১০ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে।
মনিরুজ্জামান মনি'র বলেন, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সবুর মন্ডল গংরা আমাকে বলেন পুকুর সংস্কার করতে হলে আমাদেরকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। তা না হলে পুকুর সংস্কার করতে দেয়া হবে না। আমি তাদের কাছে থেকে টাকা দেয়ার জন্য একদিন সময় চাইছি।
কিন্তু সবুর মন্ডল গং আমার কথা না শুনে ওইদিন ভোরে তারা দলবল নিয়ে এসে আমার ১ টি এস্কেভেটর( ভেকূ), ৩ টি ট্রাক্টর ( লড়ি) ভেঙে চুরমার করে দেয় এবং তেল লাইনের ভিতরে বালু দিয়ে তেলের লাইন বন্ধ করে ফেলে। তাতে আমার ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। এঘটনায় আমি আটঘরিয়া থানায় একটি অভিযোগ করেছি।
এবিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।