1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
পাবনায় ভূয়া কবিরাজকে ১ মাসের কারাদন্ড, ৫টি মাথার খুলিসহ সরঞ্জাম উদ্ধার  » Daily Bogra Times
Logo বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় মুক্তিপণ দিতে না পারায়, শিশুর লাশ মিলল পুকুরে বগুড়ায় স্ত্রীর ওপর অভিমানে না ফেরার দেশে স্বামী পাঁচবিবিতে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত  ঘোড়াঘাটে কার্ভাড ভ্যানের চাপায় ভ্যান চালকের মৃত্যু, আহত ২ নাটোরের সিংড়ায় গণশৌচাগার উদ্বোধন  নওগাঁয় প্রকাশ্যে কুপিয়ে একজনকে হত্যা পাঁচবিবিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সুন্দরগঞ্জে বয়স লুকিয়ে পিয়ন পদে চাকুরি এখন বিপদে পড়েছেন নিজেই রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে অপরাধ ট্রাইব্যুনাল সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্রের বিস্ফোরণে সিভিল ডিফেন্সের গাড়িচালকের মৃত্যু রাণীনগরে পাকা সড়কে একটি বড়গর্ত হওয়ায় কারণে যানচলাচলের চরম দূর্ভোগ জয়পুরহাটে ২১ দফা দাবিতে কনজুমার এসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের চার দিন মরাদেহ উদ্ধার ফুলবাড়ীতে মেয়েশিশুদের আত্মরক্ষামূলক ক্যারাতে প্রশিক্ষণ সম্পন্ন ৪০ টাকা কেজি আলু বিক্রি শুরু টিসিবির

পাবনায় ভূয়া কবিরাজকে ১ মাসের কারাদন্ড, ৫টি মাথার খুলিসহ সরঞ্জাম উদ্ধার 

মাসুদ রানা,
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
পাবনায় ভূয়া কবিরাজকে ১ মাসের কারাদন্ড, ৫টি মাথার খুলিসহ সরঞ্জাম উদ্ধার 
print news

পাবনা প্রতিনিধিঃ- পাবনার আটঘরিয়া উপজেলায় রেজাউল করিম(৪৫) নামক এক ভুয়া কবিরাজকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। (১ মাস)। 

আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ নাহারুল ইসলাম  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই কারাদণ্ড প্রদান করেন। 

জানা গেছে,  পাবনা জেলা এনএসআই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর সোমবার  সকালে আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর গ্রামের মৃত আবু বক্কার হোসেন এর ছেলে ভুয়া কবিরাজ রেজাউল করিম দীর্ঘদিন ধরে অসহায় মানুষকে ভুল বুঝিয়ে চিকিৎসা দিয়ে আসছে। 

এদিন সকালে জেলা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া কবিরাজ রেজাউলকে হাতে নাতে ধরে ২০২৪ সালের ৬৩/২০২৪ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪১ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা. কামরুজ্জামান, জেলা এনএসআই পাবনা সহকারী পরিচালক সহ স্থানীয় এলাকাবাসি। 

এলাকাবাসী জানান,রেজাউল করিম আজ থেকে চার/ পাঁচ বছর যাবৎ বিভিন্ন এলাকার মানুষকে বলে আসছিলেন আমার কাছে হিন্দু জেন আছে, আমার মেয়ের কাছে মুসলমান জেন আছে, এসব জেন সৌদি আরবের মক্কা মদিনা, ভারতের কামরুপ কামাখ্যা থেকে আসে।

স্বপ্নের মাধ্যমে জানান যে প্যারালাইসিস, জিন ভুতের আছর ভর করে আছে,স্বামীর সংসার জোড়া লাগানো, ভাঙ্গা প্রেমে জোড়া লাগানো, মনের মানুষকে পাওয়ার ব্যবস্থা করে দেওয়া, 

যৌনিলনে অক্ষম, বিবাহিত মেয়েদের বাচ্চা দানে অক্ষমদের বাচ্চা হওয়ানোর ব্যবস্থা করা সহ বিভিন্ন রোগের সুচিকিৎসা করার কথা বলে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধোকা দিয়ে আসছিলেন। তিনি চিকিৎসা বাবদ নগদ অর্থ, মুরগী, পাঠাছাগল হিসাবে নিতেন। 

ভুয়া প্রতারক কবিরাজি রেজাউল করিমের আস্তানা থেকে মালামাল গুলো হলো, ৫ টি মাথার খুলি, তজবি, হিন্দু ধর্মের বই, ত্রিসুল, একটি লাহার বড় চেন, শংখো, সিঁদুর,স্বামীর সংসার জোড়া লাগানো একটি মেয়ের ছবি  সহ আরও বিভিন্ন গাছগাছালির ছাল উদ্ধার করা হয়। 

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews