পাবনায় মেধাবী তানিয়া জিপিএ-৫ পেয়েও ভর্তি অনিশ্চিত ।
মাসুদ রানা ,পাবনা প্রতিনিধি : এবারের এসএসসি পরীক্ষায় সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন তানিয়া খাতুন।
এতে খুশি হয়েছেন হতদরিদ্র বাবাসহ পরিবারের সব সদস্য, স্কুলের শিক্ষক ও প্রতিবেশীরা। তবে অর্থাভাবে সেই আনন্দ এখন বিষাদে পরিণত হচ্ছে তানিয়ার।
জিপিএ-৫ পেয়েও পরিবারের আর্থিক অভাব-অনটনের কারণে কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে তানিয়ার। কোথায় পাবেন অর্থ, কে দেবে এ অর্থের জোগান এই শঙ্কায় দিন কাটছে দরিদ্র পরিবারের মেয়ে তানিয়ার।
তানিয়া উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর গ্রামের ২ সন্তানের মধ্যে তানিয়া। পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি তানয়িরা বাবা পেশায় একজন ভ্যান চালক। পরিবারের ২ সন্তানের মধ্যে তানিয়া ছোট।
তানিয়ার বাবা জানান, কলেজে ভর্তি ও পড়ার খরচ জোগানোর সামর্থ্য তার নেই। ভ্যান চালিয়ে যে টাকা রোজগার করি সেই টাকা দিয়েই কোনো রকম কষ্টে সংসার চলে।
স্থানীয় এলাকাবাসী জানান, দরিদ্র পরিবারের মেধাবী মেয়ে তানিয়া সে এসএসসিতে ভালো রেজাল্ট করায় আমরা গর্বিত। প্রশাসনসহ সমাজের বিত্তবানরা নজর দিলে তানিয়ার ভালো কলেজে পড়াশোনা আটকাবে না।