পাবনা প্রতিনিধি সামাজিক নিরাপত্তা কর্মসুচী ও সেবা গ্রহীতাদের সেবায় মানোন্নয়ন শীর্ষক “সেমিনার” ও উপজেলা পর্যায়ে বাস্তবায়িতন ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক “”প্রশিক্ষণ”উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ ফেব্রুয়ারী সকাল এগারোটার সময় আটঘরিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে এসময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিচালক(যুগ্ম সচিব) বিভাগীয় সমাজ সেবা কার্যালয় রাজশাহী সৈয়দ মোস্তাক হাসান,
বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক (প্রশাসন) জেলা সমাজসেবা কার্যালয় পাবনার কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সানজিদা মুস্তারি, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ।
সঞ্চালনায় ছিলেন উপ-পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় পাবনার মো: রাশেদুল কবীর। মুল প্রবন্ধ উপস্থাপনায় ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমত জেরিন। উক্ত সেমিনার ও প্রশিক্ষণে ৪৫ নারী পুরুষ অংশ গ্রহণ করেন।