পাবনা প্রতিনিধিঃ- পাবনা ও ভাঙ্গুড়ায় অবৈধ তিনটি ইটভাটাকে পৃথক পৃথক অভিযানে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (৫ মার্চ) উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা এলাকায় রয়েল ইন্টারপ্রাইজ লিঃ,
অষ্টমনিষা ইউনিয়নের কলকতি এলাকার বিইএল ও শাহনুর এলাকার একতা ব্রিকস ফিল্ড লিঃ কে বৈধ কাগজপত্র না থাকায় ইউএনও এবং এসিল্যান্ড কর্তৃক যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে এই আদেশ দেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বৈধ কাগজ পত্র না নিয়ে অবৈধভাবে মাটি সংগ্রহ ও লাইসেন্স বিহীন ইটভাটা চালাচ্ছিলেন উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা এলাকায় রয়েল ইন্টার প্রাইজ লিঃ, অষ্টমনিষা ইউনিয়নের কলকতি এলাকার বিইএল ও শাহানুর এলাকার একতা ব্রিকস ফিল্ড লিঃ নামের তিনটি ইট ভাটা।
এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ও সহকারি কমিশনার (ভুমি) মোছাঃ তাসমিয়া আক্তার রোজির যৌথ অভিযানে গজারমারা এলাকার রয়েল ইন্টারপ্রাইজ লিঃ ও শাহানুর এলাকার একতা ব্রিকস ফিল্ড লিঃ এ বৈধ কাগজ পত্র না থাকায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানার আদেশ দেন।
পাশাপাশি সরকারি অনুমোদন না নেওয়া পর্যন্ত এই দুই ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। অপর দিকে অষ্টমনিষা ইউনিয়নের কলকতি এলাকার বিইএল ইটভাটা য় ৫০ ভাগ ব্রিকস ও মাটির বৈধতা না থাকায় বিইএল ব্রিকসকে পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
অভিযান পরিচালনার সময় গোয়েন্দা সংস্থা এসএসআই এর প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর পাবনার পরিদর্শক আব্দুল মোমিন, ভাঙ্গুড়া থানা পুলিশের এসআই আলামিন ও সঙ্গীয় ফোর্সসহ যৌথ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার বলেন, অবৈধভাবে মাটি সংগ্রহ ও লাইসেন্স বিহীন ৩টি ভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ সংশোধিত ২০১৯/ ৫ এর ৪ ধারা লংঘনের
অভিযোগে ১৪ ধারা মোতাবেক মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা (রয়েল ১ লাখ, বিইএল ৫০ হাজার ও একতা ১ লাখ টাকা) জরিমানার আদেশ দেওয়া হয়েছে এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় সনদ প্রাপ্তি না পর্যন্ত ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অপর দিকে পাবনায় দুটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে পাবনায় অবৈধ দুটি ইটভাটায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
বুধবার (০৫ মার্চ ) দুপুরে সদর উপজেলার দোগাছি এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নাহারুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
এসময় এএমবি ব্রিকস ম্যানেজার শাহাদাত হোসেনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা এবং বিসিবি ব্রিসক ম্যানেজার কে এক লাখ টাকা জরিমানা করা হয় ।
অভিযান পরিচালনা কালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ নাহারুল ঈসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে আমরা অভিযান পরিচালনা করে আসছি।
এই সকল অবৈধ ইটভাটা গুলিতে কাঠ পুড়িয়ে ও ফসলী জমির মাটি কেটে ড্রামের চিমনি ব্যবহার করে ইট পুরানো হচ্ছিল যা সম্পূর্ণ অবৈধ। এই ধরনের অভিযান অব্যাহত থাকার কথা বলেন ।