1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
পালমোনারি হাইপারটেনশন রোগ নীরব ঘাতক » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব আমদানি হবে ৬ লাখ টন চাল ও গম, খাদ্যের মজুদ বাড়াচ্ছে সরকার পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসির নতুন পরিচালক ড. মুর্শিদা ফেরদৌস  ধামইরহাটে তালা ভেঙ্গে কাপড়ের দোকানে চুরির অভিযোগ মহাদেবপুরে নৃ-গোষ্ঠীর কারাম উৎসব পালিত রাজশাহীর উপজেলা ও পৌরসভায় সেবা পেতে জনগণের ভোগান্তি  জয়পুরহাট সরকারি কলেজের উদ্যোগে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন বিস্ফোরণে কাপলো লেবানন : নিহত ৯, আহত ২৮০০ পশ্চিমবঙ্গে বন্যার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মমতা সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ আমরা বাংলাদেশকে সম্মান করি : গৌতম গম্ভীর অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ভারত সিরিজ আ.লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা

পালমোনারি হাইপারটেনশন রোগ নীরব ঘাতক

নিউজ ডেস্কঃ
  • শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৭৬ বার পঠিত
bogra times 198
print news

পালমোনারি হাইপারটেনশন রোগ নীরব ঘাতক।

পালমোনারি হাইপারটেনশনে এমন একটা প্রেশার যাতে হৃদরোগসহ নানাবিধ কারণে ফুসফুসের রক্তনালীতে উচ্চ রক্তচাপের তৈরি হয়। এই রোগটা অনেকটা ক্যান্সারের মতো। এতে মৃত্যঝুঁকিও হতে পারে। সম্মিলিত চিকিৎসা ছাড়া এই রোগের চিকিৎসা করা সম্ভব নয়। 

গত শনিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিএসএমএমইউ পালমোনারি হাইপারটেনশন সাপোর্ট গ্রুপ ও পালমোনারি হাইপারটেনশন সেন্টার আয়োজিত ১ম সাইন্টিফিক কনফারেন্স অন পালমোনারি হাইপারটেনশনে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেছেন।প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমদ বলেন, পালমোনারি হাইপারটেনশন নীরব ঘাতক। এই রোগের চিকিৎসায় বিভিন্ন বিভাগের হাসপাতালের চিকিৎসকরা কাজ করছেন। হাসপাতালে ক্যান্সারে যত রোগী আসে তাদের রেজিস্ট্রি করি। পালমোনারি হাইপারটেনশন রোগীদেরও যাতে আলাদা রেজিস্ট্রি হয় এ বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, বিএবএমইউয়ে রিসার্চের পাশাপাশি প্রতিদিন ৮ থেকে ১০ হাজার রোগী আউটডোরে চিকিৎসা নেন, ২ হাজার রোগী ভর্তি হন, ১০০০ রোগীর অপারেশন হয়।

মো. শরফুদ্দিন আহমদ বলেন, জনবল কম থাকায় চিকিৎসকদের অত্যন্ত পরিশ্রম করতে হয়। যার কারণে চিকিৎসা নিতে আসা অনেকে কষ্ট পেতে পারেন। হাসপাতালের জনবল বাড়ানোর জন্য আবেদন জানাবো।

স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও পালমোনারি হাইপারটেনশন সাপোর্ট সেন্টারের কো-কনভেনর ডা. জাহানারা আরজু বলেন, পালমোনারি হাইপারটেনশনে এমন একটা প্রেশার, যা হৃদরোগসহ নানাবিধ কারণে ফুসফুসের রক্তনালীতে উচ্চ রক্তচাপের তৈরি হয়। এটা এমন একটা রোগ যার একা চিকিৎসা করা সম্ভব নয়, সম্মিলিত চিকিৎসা জরুরি।

তিনি বলেন, এই রোগটা অনেকটা ক্যান্সারের মতো। এতে মৃত্যঝুঁকিও হতে পারে। আমরা বিএসএমএমইউতে ২০১৫ সালে পালমোনারি হাইপারটেনশন ক্লিনিক শুরু করেছিলাম। আমাদের এখানে ভালো ইকো কার্ডিওগ্রাফার এবং এনজিওগ্রামসহ এই রোগের শেষ চিকিৎসা রয়েছে। এ পর্যন্ত রেজিস্ট্রিতে ৬৫ জন রোগী আছেন। আমি সকলের প্রতি উদাত্ত আহবান জানাবো, আমরা যাতে এসব রোগীদের চিকিৎসা করতে পারি সেজন্য রেজিস্ট্রিতে রোগদের নাম অন্তর্ভূক্তিতে সচেতন হওয়া দরকার।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews