মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: পুলিশ ছদ্মবেশে দিনাজপুরের ঘোড়াঘাটে খুচরা ও পাইকারী মাদক বিক্রেতাকে আটক করেছেন। এসময় ওই দুই মাদক বিক্রেতার কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধারা করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলার বিশ্বনাথপুর মাস্টার পাড়া ও কশিগাড়ি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকৃতরা হলেন, উপজেলার বিশ্বনাথপুর মাস্টার পাড়ার মোখলেছার রহমান (৫০) ও একই উপজেলার কশিগাড়ি গ্রামের রাকিবুল হাসান রুবেল(৩০)।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোখলেছার রহমানের বসতবাড়িতে গাঁজা কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল লুঙ্গি আর মাথায় গামছা পড়ে ছদ্মবেশ ধারন করে ওই এলাকায় অভিযান চালায়। এসময় মোখলেছার রহমানের বাড়িতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য কেনা-বেচার সাথে জড়িত থাকার অপরাধে মোখলেছারকে আটক করা হয়।
এরপর মোখলেছারকে জিজ্ঞাসাবাদ করলে সে বলেন আমি কশিগাড়ি এলাকার রাকিবুল হাসান রুবেল এর কাছ থেকে পাইকারী কিনে এনে খুচরা বিক্রি করে থাকি। তার দেওয়া তথ্যের ভিতিতে কশিগাড়ি এলাকার পাকা রাস্তায় পুলিশের দলটি লুঙ্গি আর মাথায় গামছা পড়ে রাকিবুল হাসান রুবেল এর কাছে পাইকারী গাঁজা ক্রয় করতে যায়। পরে রুবেল প্লাস্টিকের একটি ব্যাগের ভিতরে এক কেজি গাঁজা নিয়ে আসলে তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ শনিবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।