নায়ক উজ্জ্বল প্রথম সিনেমায় অভিনয় করেন কবরীর বিপরীতে। সাদাকালো যুগের সফল নায়কদের মধ্যে অন্যতম তিনি। প্রযোজক ও পরিচালনা করেও সফলতা পেয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল। দেশের চলমান পরিস্থিতি, এফডিসি, সেন্সর বোর্ড, অনুদান কমিটি, নতুন সরকারের কাছে প্রত্যাশা সহ নানা বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিনি।
অনেকেই বলেন আগের এফডিসি আর নেই, আপনার মন্তব্য কী?
উজ্জ্বল: যেভাবে রাষ্ট্রের সব জায়গায় ক্ষত-বিক্ষত করেছে গত সরকার, এফডিসিও তার বাইরে নয়। রাষ্ট্র যেভাবে ধ্বংস করেছে, দেশের শিল্প-সাহিত্যের সমস্ত প্রতিষ্ঠান দলীয়করণ করে ধ্বংস করেছে। এফডিসি এখন চারণভূমি। এফডিসির ফ্লোরগুলো ভেঙে ফেলা হয়েছে। অথচ ফ্লোরগুলো ঠিক রেখেই উন্নয়ন করা সম্ভব ছিল। প্রতিটি ফ্লোরে আমাদের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক দলীয়করণ হয়েছে।