মাসুদ রানা, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে সেনা সদস্য নিহতের ঘটনায় বিক্ষুব্ধ লোকজন আসামী ও দোষীদের বাড়িতে শনিবার দিবাগত রাত ৯ ঘটিকার দিকে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন এ সময় ১৮টি কাঁচাপাকা ঘর ক্ষতিগ্রস্হ হয়।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, উক্ত এলাকার গজারিয়া ইউনিয়নের নবাবগঞ্জ এলাকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সাথে সাবেক ইউপি সদস্য আঃ রহিম মধুর জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ২৮ জানুয়ারি আনছার আলীর দুই পুত্র সাবেক সেনা সার্জেন্ট নির্দোষ রুহুল আমিন ও পুলিশ সদস্য জাকির হোসেন জমিতে গেলে প্রতিপক্ষ মধুগং তাদের এলোপাতাড়ি কোপায় এতে তারা আহত হলে রংপুর সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে রুহুল আমিন মারা যায়।
এতে বিক্ষুব্ধ লোকজন শনিবার দিবাগত রাত ৯ টার দিকে অভিযুক্ত মধু, অদু, দুদু, ইউপি সদস্য মনিরউজ্জামান মনির, টিপু, মাহামুদুলসহ অন্য অভিযুক্তদের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। এসময় ১৮ টি কাঁচাপাকা ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখানে ভুক্তভোগী পরিবারের কেউ ছিলনা সবাই বিক্ষুদ্ধ লোকজন।