কুড়িগ্রাম,প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১২ মার্চ, বুধবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের সর্বসম্মতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি জাকারিয়া মিঞাকে সভাপতি এবং “চ্যানেল এস” ও “দৈনিক ভোরের দর্পণ” পত্রিকার উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও দৈনিক ভোরের চেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহবুব হোসেন সরকার লিটুকে উপদেষ্টা নির্বাচিত করা হয়। সংগঠনটির পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানাগেছে।