মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর কুড়িগ্রাম,প্রতিনিধিঃ এডুকেয়ার স্কুলের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে- সনদপত্র, নগদ অর্থ বিতরণ ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ অক্টোবর দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এডুকেয়ার স্কুল এন্ড কলেজে এডুকেয়ার স্কুল এন্ড কলেজের আয়োজনে বাংলাদেশ কিন্টার গার্টেন ফাউন্ডেশন ও ফুল শিক্ষা বৃত্তির অর্থায়নে ফাইট আন্টিল লাইট( ফুল) এর পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে ১৭ জন শিক্ষার্থীকে সনদপত্র, নগদ অর্থ বিতরণ ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ শিক্ষাবৃত্তি পরীক্ষায় ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো।
এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষার্থী অভিভাবক বৃন্দ।