কুড়িগ্রাম প্রতিনিধিঃ ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা শিবির দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
ভিশন "মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষে
০১ মার্চ শনিবার সকাল দশ ঘটিকা হতে দিনব্যাপী কুড়িগ্রামের ফুলবাড়ী ফুলবাড়ী উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়(পাইরট) এর হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষার হয়। এতে অংশগ্রহণ করে সকল ইউনিয়ন সকল ইউনিয়ন ও ওয়ার্ডের ইউনিট সভাপতি ও সেক্রেটারি শিক্ষা শিবির।
আজকের এই দায়িত্বশীল শিক্ষা শিবিরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আব্দুল মালেক।
উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুর রহমানের পরিচালনায়, উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামাত ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর আব্দুল মতিন ফারুকী, সেক্রেটারি নিজাম উদ্দিন, সহঃ সেক্রেটারি জেনারেল আব্দুল হামিদ মিয়া, সহঃ সেক্রেটারি শাহ্ জালাল সবুজ।