কুড়িগ্রাম,প্রতিনিধিঃ ফুলবাড়ীতে তৃণমূল পর্যায়ে ক্লাইমেট ফিনান্স ট্র্যাকিং বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃপতিবার ২১ নভেম্বর দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে জলবায়ু ফিনান্স ট্র্যাকিং বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। একশনএইড বাংলাদেশ এর রেসিলিয়েন্স এন্ড ক্লাইমেট জাস্টিস প্রোগ্রামের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে এই গণশুনানী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ এই গণশুনানীতে কৃষক-কৃষাণী সহ কমিউনিটির বিভিন্ন শেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গণশুনানীতে কৃষি সংক্রান্ত জলবায়ু অর্থায়ন বিষয়ক গবেষনার ফলাফল তুলে ধরা হয়। যার মূল উদ্দেশ্য ছিল মূল খাতে তৃণমূল স্তরে জলবায়ু অর্থায়নের বর্তমান অবস্থা মূল্যায়ন করা। তৃণমূল স্তরের জলবায়ু অর্থায়ন সংক্রান্ত চাহিদা ও প্রয়োজনগুলো চিহ্নিত করা। জলবায়ু বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জনসাক্ষাৎ ও সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা। পাশাপাশি তৃণমূলে বাজেট বৃদ্ধি করতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।