1. dailybogratimes@gmail.com : admin :
ফুলবাড়ীতে দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন-স্মারকলিপি পেশ - Daily Bogra Times
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে আলুর ট্রাকে প্রান গেলো শাহজাদার হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন জয়পুরহাটে ছাত্রদল নেতাকে কুপিয়েছে সন্ত্রাসিরা নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন  পাবনায় সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ.লীগ নেত্রী গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী  চৌধুরী গ্রেফতার বগুড়ার গাবতলী দুর্গাহাটা ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল  যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত কাল আসবে জাতিসংঘ মহাসচিব, করবেন রোহিঙ্গাদের সাথে ইফতার

ফুলবাড়ীতে দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন-স্মারকলিপি পেশ

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ Time View
ফুলবাড়ীতে দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন-স্মারকলিপি পেশ
print news

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি জবরদখলের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনসহ প্রতিবাদ সমাবেশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষরা।

ফুলবাড়ী উপজেলা হিন্দু সম্প্রদায়ের ব্যানারে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর শ্রী জয়প্রকাশ গুপ্ত।

এতে বক্তব্য রাখেন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শ্রী হারান দত্ত।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৯৩৪ সালের ২ আগস্ট দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর মৌজায় ২৮৯/১৭৫ এবং ৬৫৫/৫৯৮ নং দাগে ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দিরের নামে প্রাপ্ত মোট ২.৩৬ (দুই দশমিক ছত্রিশ) একর জমি, যার দলিল নং-২২২৯ মূলে মন্দিরের পক্ষ থেকে চাষাবাদ করার মাধ্যমে ভোগদখল করে আসছে মন্দির কর্তৃপক্ষ। কিন্তু এরই মধ্যে হাসিনা সরকার পতনের কিছুদিন পরেই  আকস্মিকভাবে ফুলবাড়ী উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে ভূমিদস্যু আমিনুল ইসলাম তার ভাড়াটিয়া অন্তত ২০০জন লাঠিয়াল বাহিনী বিভিন্ন লাঠিসোটা নিয়ে মন্দিরের উল্লেখিত অবাাদি জমি জবরখদল করে নিয়েছে। বিষয়টি জানার পর মন্দিরের পক্ষে সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ অন্যান্য হিন্দু সম্প্রদায়ের লোকজন জমিতে গেলে তাদের উপর চড়ায় হয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি ও হুমকি দিয়ে লাঠির জোরে মন্দিরের জমি এলাকা থেকে জোরপূর্বক মন্দিরের লোকজনকে বিতাড়িত করে ভূমিদস্যু আমিনুল ইসলাম ও তার ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী।

বক্তারা আরো বলেন, ভূমিদস্যু আমিনুল ইসলাম দীর্ঘদিন থেকে মন্দিরের ঐ জমিটি গ্রাস করার জন্য জাল দলির তৈরি মাধ্যমে জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আমিনুল ইসলামের সাথে ০৪/০১/২০১৯ ইং তারিখে মহামান্য হাইকোর্টে একটি মামলা বিচারাধিন রয়েছে। যার মামলা নং-৮৩/১৯ পিজে।

এদিকে বর্তমানে ভূমিদস্যু আমিনুল ইসলাম লাঠির জোরে ওই জমি জবর খদলে নিয়েছে। তার ভয়ে মন্দিরের লোকজন মন্দিরের ওই জমিতে যেতে পারছেন না। বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানারসহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের লিখিত আবেদন নিবেদন করেও কোন সুরাহা বা সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে মন্দিরের জমি রক্ষাসহ ভূমিদস্যুর হাত থেকে জবরদখল হওয়া সম্পত্তি মুক্ত করার দাবি নিয়ে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করা হচ্ছে। এরপরও বিষয়টি কোনো সুরাহা না হলে আাগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।

ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি ভূমিদস্যুর হাত থেকে জবরদখল মুক্ত করার দাবিতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণি ও পেশার হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষরা অংশ নেন। 

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews