মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর,ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফ্রান্সের পেকিন স্টার ১৩ জাতের হাঁসের খামার করে প্রতিমাসে ৪০ হাজার টাকা আয় করছেন খামারি রফিকুল ইসলাম মিলন,দেড় বছর আগে যশোর থেকে ৬০ হাজার টাকা দিয়ে ৩০০ টি একদিনের বাচ্চা কিনে এনে বাড়ির পাশে পুকুরের উপরে খামার শুরু করেন কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী সরকারটারী গ্রামের রফিকুল ইসলাম মিলন,বর্তমানে তার খামারে ছোট-বড় ১
হাজার হাঁস রয়েছে,যাতে প্রতি বছরে আয় করছেন পাঁচ লাখ টাকা আয় করে।
ফ্রান্সের পেকিন স্টার ১৩ জাতের হাঁসের খামারটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত লোকজন আসে খামারটিতে,মাংস সুস্বাদু হওয়ায় অনেকেই আবার খামারি রফিকুল ইসলামের কাছে পরামর্শ নিয়ে গড়ে তুলছেন খামার, ইতিমধ্যেই রফিকুল ইসলামের এমন সাফল্যের কথা শুনে হাঁসের খামারটি পরিদর্শন করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ বলছেন সফল খামারীকে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে প্রয়োজনে পরামর্শ ও বিভিন্ন প্রকার ঔষধ সরবরাহ করা হচ্ছে।
খামার দেখতে আসা রহিমুদ্দিন,মিঠু মিয়া জানান, ফ্রান্সের হাঁসের খামার দেখতে এসেছি দেখে অনেক ভালো লাগলো, আমরা খামারির কাছে পরামর্শ নিচ্ছি বাড়িতে কিভাবে খামার শুরু করা যআয়।
খামারি রফিকুল ইসলাম জানান, আমি উপজেলা প্রাণিসম্পদ অফিসের একজন পিজি সদস্য, উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ট্রেনিং নিয়ে হাঁসের খামার করে আজ আমি সফল, মাসে দুবার হাস বিক্রি করে প্রতি মাসে আমার ৪০ হাজার টাকা আয় হচ্ছে, আমার খামার থেকে অনেক নতুন খামারিকে আমি হাঁসের বাচ্চা সরবরাহ করছি।
রফিকুল ইসলাম মিলন আমাদের পিজি সদস্য প্রায় সম্পদ অফিস থেকে বিভিন্ন প্রকার ট্রেনিং ও প্রয়োজনীয় পরামর্শ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক।