কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পথ নাটকের মাধ্যমে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের পথ নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ৮ জানুয়ারি বিকেলে দক্ষিন জোতইনদ্রনারায়ন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সঙ্কর কুমার সেন-এর সভাপতিত্বে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগিতায় শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনে বাস্তবায়নে শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের সাধারণ সম্পাদক মীম আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে
বক্তব্য রাখেন, এমজে এসকেএস-এর টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী,১নং শিমুল বাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম, ৪,৫,৬ সংরক্ষিত আসনের সদস্যা পারুল বালা সেন।
আরো উপস্থিত ছিলেন,সিএনবি প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রনজিৎ কুমার রায়, আফরোজা হ্যাপী, শিমুলবাড়ী আশার আলো যুব সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে পথ নাটক ফুলির জীবন কাহিনী মঞ্চায়িত হয়। সবশেষে ১৩ বছরে বাল্যবিবাহের শিকার হওয়া খুশি আক্তার তার বাস্তব জীবনের চিত্র তুলে ধরে।