1. dailybogratimes@gmail.com : admin :
ফুলবাড়ীতে শীতকে উপেক্ষা করেই বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক - Daily Bogra Times
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম

ফুলবাড়ীতে শীতকে উপেক্ষা করেই বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫ Time View
ফুলবাড়ীতে শীতকে উপেক্ষা করেই বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক
print news

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ীর দিগন্তজোড়া ফসলের মাঠে শৈত্যপ্রবাহকে উপেক্ষা করেই পুরোদমে জমি তৈরিসহ বোরো ধান রোপণে ব্যস্তসময় পার করছেন উপজেলার কৃষক ও কৃষাণীরা।

মাঠে মাঠে এখন জমি প্রস্তুত, ধান রোপণ ও বীজতলা থেকে ধানের চারা সংগ্রহের কাজ করছেন তারা। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকরা জমিতেই থাকার ফলে হাট-বাজারে কমেছে মানুষের উপস্থিতি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার পৌরসভাসহ সাতটি ইউনিয়নে ১৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষিবিভাগের নতুন উদ্ভাবন করা ভ্যারাইটি হাইব্রীড ও উপশীজাতের ধান এবার বেশি আবাদ করছেন কৃষকরা। এছাড়া নতুন ভ্যারাইটি হিরা-১, হিরা-২, সোনার বাংলা, ব্রি-ধান ২৮, ব্রী-২৯, ব্রী-৮১, ব্রী-৭৪, ব্রী-৮৯সহ বেশকিছু জাতের ধানের চারা রোপণ করা হচ্ছে।  

সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, শৈত্যপ্রবাহকে উপেক্ষা করেই ঘনকুয়াশার চাদরে মোড়ানো কাকাডাকা ভোর থেকেই নানান কাজ করছেন কৃষকরা। কেউ জমিতে গভীর নলকূপসহ শ্যালোমেশিন দ্বারা জমিতে সেচ দিয়ে ধান রোপণের উপযোগী করে তুলছেন। কেউ কেউ গরুহাল, ট্রাক্টর, কাল্টিভেটর, ছোট পাওয়ারট্রিলার দিয়ে জমি চাষ করে ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছেন। আবার কেউ কেউ বীজতলা তৈরি ও জমিতে রোপণ কাজ করছেন। এভাবেই ব্যস্তসময় পর করছেন কৃষক-কৃষাণীরা। তবে ধানের চারা রোপণের পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর বাম্পার বোরো ফলন হবে বলে আশা বুনছেন কৃষকরা। গত বছরের তুলনায় এ বছর ভালো দাম পাওয়ায় কৃষকদের মাঝে বেড়েছে বোরো চাষে আগ্রহ।

উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের বারাইহাট চেয়ারম্যানপাড়ার কৃষক জামিল উদ্দিন ও আফতাব উদ্দিন বলেন, হিমালয় ঘেঁষা জেলা দিনাজপুর। এ জেলায় প্রতিবছর শীত বেশি থাকে। তাই শীত সহ্য হয়ে গেছে। শীতকে উপেক্ষা করেই জীবনযাপনের তাগিদে জমিতে চাষাবাদ করতে হয়। এ মৌসুমে ৭ বিঘা জমি বোরো রোপণের জন্য প্রস্তুত করা হয়েছে। কিছু আদিবাসী নারীদেরকে দিনমজুর হিসেবে নেয়া হয়েছে। তারা রোপণের কাজ করবেন।

পুটকিয়া গ্রামের কৃষক হরেন্দ্র নাথ রায় বলেন, জমিতে রোপণ কাজ শুরু করা হয়েছে। কুশায়ার কারণে কাজ করতে সমস্যা হলেও বাধ্য হয়ে করতে হচ্ছে। গত মৌসুমে বোরোচাষে ভালো ফলন হয়েছে এবং ভালো দামও পেয়েছি। তাই দিনমজুরদের সাথে নিজেও রোপণ কাজ করছি। আশা করা যায় এবছরও বাম্পার ফলন হবে।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন,  চলতি মৌসুমে উপজেলার ১৪ হাজার ১৩৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে মাঠে মাঠে বোরো রোপণের প্রস্তুতি নিয়ে ফেলেছেন কৃষকরা। লক্ষ‌্যমাত্রা অর্জনে প্রতিনয়িত মাঠে কৃষকদের পাশে থেকে সুপরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews