ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাংবাদিকদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে তিনজনকে সম্মাননা দেবে উদয়াঙ্কুর সেবা সংস্থা। এ উপলক্ষ্যে ২৫ নভেম্বর সোমবার দুপুর দেড়টায় সংস্থাটির ফুলবাড়ী উপজেলা সভা কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সংস্থাটির উপজেলা প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম সম্মাননা প্রদান সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন। তিনি জানান, ফুলবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত নির্ধারিত ৯ টি বিষয়ে ফিচার নিউজ যে কোন পত্রিকায় প্রকাশ করতে হবে। সেই নিউজের কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে সংস্থার কার্যালয়ে আবেদন করতে হবে। আবেদনকৃত সাংবাদিকদের মধ্য থেকে ৩ জনকে সম্মাননা প্রদান করবে সংস্থাটি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, আলমগীর হোসেন আসিফ, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, অনিল চন্দ্র, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ইউসুফ আলী, সভাপতি ইউনুস আলী আনন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উদয়াঙ্কুর সেবা সংস্থার ইন্সপিরেটর মাশরেফা তারান্নুম, প্রোগ্রাম অফিসার(সিএমপি) আব্দুল কুদ্দুস, প্রোগ্রাম অফিসার নুরুন্নবী ইসলাম।