1. dailybogratimes@gmail.com : admin :
ফুলবাড়ীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন - Daily Bogra Times
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

ফুলবাড়ীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০ Time View
ফুলবাড়ীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
print news

কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

      সূর্য্যদয়ের সাথে উপজেলা পরিষদস্থ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ফুলবাড়ী থানা পুলিশ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনসহ ব্যক্তি বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শহীদ বেদীতে। একইভাবে সরকারি কলেজস্থ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারেও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বিশেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।

      সকালে ফুলবাড়ী সরকারি মাঠে আয়োজিত কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আরোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. ইসাহাক আলী। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম প্রমুখ।

      সভার শুরুতে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

      শেষে আনুষ্ঠানিকভাবে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ফুলবাড়ী সরকারি কলেজের বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকওয়াজে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। 

      এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফুলবাড়ী পৌরএলাকার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বাসাবাড়ীতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। 

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews