মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় কাবু যখন এখানকার জনজীবন। তখন অজানা অভিমানে নিজেকে আড়াল করে রেখেছে সূর্য। অভিমানী সূর্যের অবর্তমানে রোদের উষ্ণতা বঞ্চিত মানুষ গরম কাপড়, কাঁথা-কম্বলে নিজেকে মুড়িয়ে শীত নিবারনের চেষ্টা করেন। যাদের পর্যাপ্ত গরম কাপড় ছিলনা তারা খরকুটো জ্বালিয়ে আগুনের উষ্ণতা নিয়ে করেছেন ঠাণ্ডা থেকে বাঁচার চেষ্টা। আর প্রহর গুনছিলেন কবে দেখা দিবে সূর্য। গা ঝাড়া দিয়ে উঠবে প্রকৃতি ও পরিবেশ।
অবশেষে টানা ১১ দিন পর অভিমান ভেঙেছে সূর্যের। শুক্রবার সকাল ১১ টা নাগাদ আকাশে উঁকি দিয়ে জানান দেয় নিজের উপস্থিতি। ঝলমলে রোদে শীতের চাদরে মোড়ানো প্রকৃতিতে দেখা যায় অন্যরূপ। সকালে অনেককে আগুন পোহাতে দেখা গেলেও রোদ ওঠার সাথে সাথে বদলে যায় দৃশ্য। আগুনের পাশ ছেড়ে রোদে বসে উষ্ণতা নিতে দেখা গেছে নানা বয়সী মানুষকে। রোদের দেখা মেলায় শীতে কাবু মানুষজন জানিয়েছেন স্বস্তির কথা।
উপজেলার বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া বলেন, সকালে রোদ ছিল না। গায়ে চাদর মুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে চা খেতে বাজারে এসেছি। দোকানে বসে চা খেতে খেতে ঝলমলে রোদ উঠেছে। এখন গায়ের চাদর খুলে রোদে বসে সূর্য কিরণের উষ্ণতা নিচ্ছি আর খোশ গল্প করছি। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা ছিল। রোদ উঠায় তা এখন আর অনুভূত হচ্ছে না।
এদিকে রোদ ওঠায় সড়কে বেড়েছে যান চলাচল। অটোরিকশা চালক যোগেন্দ্রনাথ বলেন, কয়েকদিন ধরে সড়কে মানুষের চলাচল কম ছিল। আজকে রোদ ওঠায় মানুষ ঘর থেকে বের হয়েছে।এখন পর্যন্ত ভালই যাত্রী পরিবহন করতে পেরেছি। আজকে অন্যান্য দিনের তুলনায় মোটামুটি আয় ভালো হয়েছে।
উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের ভ্যান চালক আবু বক্কর সিদ্দিক ও বাবুল মিয়া,নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি গ্রামের খোকা মিয়া বলেন, ঠাণ্ডার কারণে গত কয়েকদিন ভ্যানগাড়ি নিয়ে বের হতেই পারেনি। আজকে ঠাণ্ডা কম থাকায় ভাঙ্গামোড় থেকে গাড়িতে করে ধান নিয়ে শাহ বাজারে এসেছি। আরও বেশ কয়েকজন কাজের জন্য ডেকেছে। এমন রোদ থাকলে আমাদের আর কাজের অভাব হবে না।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বৃহস্পতিবার জেলায় রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। শুক্রবার সকালে তাপমাত্রা ১০ দশমিক ১ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবং রাতে তাপমাত্রা কমবে বলেও জানান তিনি।