1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
বগুড়ায় উপজেলা হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে » Daily Bogra Times
Logo শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপালো কেন্দ্রীয় ব্যাংক ৪২ রানে অলআউট হয়ে লজ্জার ইতিহাস গড়ল শ্রীলঙ্কা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিএনপির সঙ্গে ঐকমত্য জামায়াতের যুদ্ধবিরতির পর নিজেদের ‘বিজয়’ ঘোষণা করেছে হিজবুল্লাহ জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচনের ঘোষণা চিন্ময় কৃষ্ণসহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ বগুড়ায় আপত্তির মুখে কবর থেকে উঠানো গেল না লাশ এখনও আন্দোলন শেষ হয়ে যায়নি : রেজাউল করিম বাদশা মান্দার কাদিরগঞ্জে শ্রমিক দলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত পাঁচবিবিতে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত  জয়পুরহাট পাঁচবিবির মোবাইল কেডি, এ এসাই সোহেল রানা  অনৈতিক কর্মকান্ডের লিলাভুমিকে মসজিদে রুপান্তরের জন্য মানববন্ধন সুন্দরগঞ্জে ধোপাডাঙ্গা ইউনিয়নে জামায়াতে ইসলামী বাংলাদেশ নির্বাচনী পূর্বপ্রস্তুতি মুলক কর্মীসভা  ফুলবাড়ীতে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও আলোচনা  কৃষি খাতকে দুর্নীতি-অনিয়মের মাধ্যমে ধ্বংস করেছে পতিত আ.লীগ সরকার: মামুনুর রশিদ খান 

বগুড়ায় উপজেলা হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

বগুড়া প্রতিনিধিঃ
  • মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
বগুড়ায় উপজেলা হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে
print news

বগুড়ায় উপজেলা হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে ।

এতদিন শুধু শহরের হাসপাতালগুলোতেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে চিকিৎসা নিতেন। এখন উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।

বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় জেলার তিনটি উপজেলা হাসপাতালে ৬জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এ পর্যন্ত বিভিন্ন উপজেলায় ৩৩জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী এ পর্যন্ত বিভিন্ন উপজেলা হাসপাতালে ৩৩জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে সারিয়াকান্দি উপজেলা হাসপাতালে ১জন, সোনাতলায় ২জন, শিবগঞ্জে ৩জন, কাহালুতে ৩জন, নন্দীগ্রামে ৭জন, ধুনটে ১০জন, গাবতলীতে ১জন এবং শাজাহানপুরে ৪জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ১৪জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৭জন।

এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪জন, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ৪জন, সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১জন। ১জুলাই থেকে ৩০জুলাই পর্যন্ত জেলায় ১৯৫জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে এরমধ্যে মারা গেছেন ৩জন।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews