বগুড়ায় উপজেলা হাসপাতালগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে ।
এতদিন শুধু শহরের হাসপাতালগুলোতেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে চিকিৎসা নিতেন। এখন উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় জেলার তিনটি উপজেলা হাসপাতালে ৬জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এ পর্যন্ত বিভিন্ন উপজেলায় ৩৩জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী এ পর্যন্ত বিভিন্ন উপজেলা হাসপাতালে ৩৩জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে সারিয়াকান্দি উপজেলা হাসপাতালে ১জন, সোনাতলায় ২জন, শিবগঞ্জে ৩জন, কাহালুতে ৩জন, নন্দীগ্রামে ৭জন, ধুনটে ১০জন, গাবতলীতে ১জন এবং শাজাহানপুরে ৪জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ১৪জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৭জন।
এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৪জন, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ৪জন, সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১জন। ১জুলাই থেকে ৩০জুলাই পর্যন্ত জেলায় ১৯৫জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে এরমধ্যে মারা গেছেন ৩জন।