বগুড়ায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ।
বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২১৩ মি:মি: বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। জেলায় এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিপাতের ফলে ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আলম জানান, সোমবার সকাল ৬ টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা এবারের মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত বলে তিনি জানান। মৌসুমী বায়ুর প্রভাবে এবং নিম্ন চাপ থাকায় বৃষ্টি হচ্ছে। যা আরো ২/১ দিন অব্যাহত থাকবে।
এদিকে, গত কয়েকদিন আগে বগুড়ায় প্রচণ্ড তাপদাহ প্রবাহিত হয়। গরমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পর্যাপ্ত বৃষ্টির অভাবে কৃষকেরা চিন্তায় দিন পার করেন। এমনকি বৃষ্টির জন্য বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য ‘ইসতিসকা’ নামাজ আদায় করেন মুসল্লীরা। পরে গত রবিবার থেকে বগুড়ায় বৃষ্টির দেখা মেলে। সোমবার সারাদিন ভারী বৃষ্টিপাত হয় যা মঙ্গলবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হওয়ায় বগুড়া শহরের সাতমাথা, ষ্টেশন রোড, শেরপুর রোড সহ বিভিন্ন রাস্তায় পানি ঢুকে পড়েছে। এছাড়া নিচু এলাকার বাড়ি ঘরেও পানি ঢুকে জনভোগান্তির সৃষ্টি হয়েছে।
মুষলধারায় বৃষ্টির কারণে হঠাৎ করে বিপাকে পড়ে নগরবাসী। বিশেষ করে রিকশাচালক, মোটরসাইকেলচালক থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া কর্মজীবীরা বেশি বিপদে পড়েছেন। প্রচণ্ড বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রিকশা চালক ইব্রাহীম বলেন, ‘যাত্রী কম, কামাইও নাই। কোনো রকমে বৃষ্টিত ভিজি ম ভাড়া মারতেছি। তাছাড়া উপায়ও নাই, বাঁচা তো লাগবে।’
জামিলা খাতুন নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘স্কুলে বাচ্চার পরীক্ষা আছে৷ তাই বাধ্য হয়েই মেয়েকে নিয়ে বের হয়েছি৷ রিকশা ভাড়া ২০ টাকার পরিবর্তে ৫০ টাকা দিয়ে আসতে হলো।