পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন বগুড়ার সহযোগিতায় গতকাল সোমবার (১৮ নভেম্বর) বগুড়া শহরের বড়গোলা ভান্ডারী লেন এলাকায় অভিযান চালিয়ে সিয়াম ট্রেডার্স নামের ১ টি দোকান ও গোডাউন থেকে প্রায় আড়াই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার নূরুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদমান আকিফ এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পলিথিন উৎপাদন, মজুদ, বিতরণ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহণ নিষিদ্ধ করেছে। এর পরও কিছু ব্যবসায়ী পলিথিন মজুদ ও বিক্রয় করে চলেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের বড়গোলা,ভান্ডারী লেনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে সরকার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ক অনুসারে সিয়াম ট্রেডার্স এর দোকান ও গোডাউন থেকে প্রায় ২৩০৭ কেজি পলিথিন জব্দ করে। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজার নূরুল ইসলামের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।