1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
বগুড়ায় বেগুনের কেজি ১০০ টাকা » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাম নিয়ন্ত্রণে ডিম ও ভোজ্যতেলে শুল্ক-কর অব্যাহতি স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে রয়েছে রিজভী পাঁচবিবিতে দাফনের ২ মাস পর কবর থেকে বিশালের লাশ উত্তোলন ছেলে হত্যার বিচার চায় পরিবার কানাডার সার্বভৌমত্ব লংঘন করেছে ভারত, বিষয়টি স্পষ্ট : ট্রুডো চাঁপাইনবাবগঞ্জে শাহীন আলম নামে সাংবাদিকে হত্যার হুমকি সারিয়াকান্দিতে বজ্রপাতে একজন নিহত, আহত ২ ৪৬ রানে অলআউট, নিউজিল্যান্ড লজ্জায় ভারত রাষ্ট্র সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে আরও ৪ সংস্কার কমিশন ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস বাতিলের দাবি বিএনপির পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কমপ্লিট ‘শাটডাউনের’ আলটিমেটাম পানিসংকটে ঝুঁকিতে পড়বে বিশ্বের অর্ধেকেরও বেশি খাদ্য উৎপাদন উল্লাপাড়ায় বাস কেরে নিলো দুই মোটরসাইকেল আরোহীর প্রান মিরপুর টেস্ট খেলতে দেশে আসবেন না সাকিব : ক্রীড়া উপদেষ্টা বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানা পাঁচবিবিতে ছাত্র শিবিরের অফিস উদ্বোধন 

বগুড়ায় বেগুনের কেজি ১০০ টাকা

বগুড়া প্রতিনিধিঃ-
  • শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
বগুড়ায় বেগুনের কেজি ১০০ টাকা
print news

সপ্তাহের ব্যবধানে ঢাকার বাইরে প্রায় সব সবজিরই দাম বেড়েছে। বেগুণ- মুরগি–ডিম–মাছ–মাংসের বাজারেও বেশ অস্বস্তি। নানা অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। বগুড়ায় বেগুনের কেজি ৪০ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মুল্য কমাতে ক্ষুব্ধ ক্রেতারা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

বগুড়া

বগুড়ায় বেড়েছে শাক-সবজির দাম। মরিচ, বেগুন, করলাসহ প্রায় প্রতিটি শাক-সবজিতেই কেজিতে বেড়েছে অন্তত ২০ থেকে ৪০ টাকা। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ ৮০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। এ ছাড়া বেগুন ৪০ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, কেজিতে ২০ টাকা বেড়ে করোলা ৮০ টাকা। স্থিতিশীল রয়েছে আলু এবং পেঁয়াজের দাম। মাছ, মুরগি ও ডিমের বাজার স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে এসবেরও।

বিক্রেতারা জানান, কয়েকদিনের বৃষ্টিপাতে সবজির দামে চড়া। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮৫ টাকা আর সোনালি মুরগি ২০ টাকা কমে ২৬০ টাকা। ডিম বিক্রি হচ্ছে ৫২ টাকা হালিতে।

চট্টগ্রামে

চট্টগ্রামে ক্রমেই বাড়ছে সবজির দাম। শুক্রবার নগরীর নানা বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যাবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। এখন টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকা, ফুলকপি ২০০ টাকা, বেগুন ১২০ টাকা, বরবটি ১৬০ টাকা, শসা ১০০ টাকায়। এক সপ্তাহের ব্যাবধানে কেজিতে ৩০ টাকা বেড়েছে সোনালি মুরগির দাম। দেশি ও ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত আছে।

বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক সময়ের বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই সরবরাহ কম। এজন্য সবজির দাম বাড়তি। বেড়েছে সোনালি মুরগির দাম।

রাজশাহী

রাজশাহীর বাজারে কেজিতে ১০০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। কেজিতে ১৫ থেকে ২০ বাড়তি অনান্য সবজির দামও । বেড়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম।

আগের দামেই আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। রসুন বিক্রি হচ্ছে ২২০ টাকা । পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, করলা ৮০https://dailybogratimes.com/ টাকা কেজি দরে। বেগুন বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। বেড়েছে মুরগির ডিমের দাম। প্রতি ডজনে ১৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬২ টাকায়। কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা এবং গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ ঘটতি থকলে এর প্রভাব পড়ে পণ্যের ওপর, এতে তাদের করার কিছু নেই। সিন্ডিকেট ভেঙ্গে দেওয়াসহ বাজার গুলোতে নিয়মিত নজরদারিতে বাড়াতে নতুন সরকারের প্রতি আহ্বান জানান ক্রেতারা।

খুলনা

খুলনার বাজারে এক সপ্তাহের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে অনেক সবজি ও ডিমের দাম। কেজিতে ১০ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে সবজির দাম। পেপে ৩০ টাকা থেকে ৪০ টাকা হয়েছে, ঢেঁড়শ ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, লাল শাক ৫০ টাকা ৬০ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা মরিচ ২২০ থেকে ২৬০ টাকা বিক্রি হচ্ছে।

ডিমের দাম প্রতি ডজনে ১২ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১৫৬ টাকা থেকে ১৬৮ টাকা। তবে পেঁয়াজ, রসুন, আলুর দাম স্থিতিশীল আছে। দাম নিয়ে কে তাদের মধ্যে রয়েছে অসন্তোষ।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews