একই পণ্যের গায়ে দু’টি ভিন্ন দামের ট্যাগ লাগানোর অপরাধে বগুড়া শহরের জলেশ্বরীতলার ’স্পার্ক গিয়ার’ নামের এক তৈরি পোশাকের শো-রুমের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল (৭ নভেম্বর) বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলার সহকারী পরিচালক মেহেদী হাসান ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বগুড়া শহরের জলেশ্বরীতলার স্পার্ক গিয়ার নামক একটি তৈরি পোশাকের শো-রুমে একই পণ্যের গায়ে দু’টি ভিন্ন দামের ট্যাগ লাগিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে এমন গোপন সংবাদেরভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দেখা যায় যে, একই পণ্যের গায়ে দু’টি ভিন্ন দামের ট্যাগ লাগানো হয়েছে। বিষয়টি প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি কোন সদুত্তর এবং দু’টি ভিন্ন মূল্যের ভিন্ন ভিন্ন চালান কপি দেখাতে পারেননি। এতে করে ভোক্তাদের প্রতারিত করা হচ্ছিল।। পরে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা ও এই ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযানের সময় ক্যাব’র সাধারণ সম্পাদক এবং জেলা টাস্ক ফোর্স কমিটির দু’জন শিক্ষার্থী ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।