বগুড়ার শেরপুরে প্রতারণা ও আত্মসাতের ঘটনায় ৩৯৮ বস্তা আটা বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬শে মার্চ শেরপুর থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।
অভিযোগ ও মামলা সুত্রে জানা যায়, মামলার বাদী মোঃ কাওছার আহম্মেদ (৩০) পেশায় একজন ট্রাকের মহাজন। তিনি তার ট্রাকের ড্রাইভার মোঃ বেলাল হোসেন (৪০) এবং সহকারী মোঃ মোস্তফা (৩৮) তার বিশ্বাস ভঙ্গ করে মালামাল আত্মসাত করেছেন। গত ২৪ মার্চ এ বেলাল ও মোস্তফা শেরপুরের দড়িমুকন্দ বাজার থেকে ৩৯৮ বস্তা আটা লোড করে নন্দীগ্রাম কোয়ালিটি ফিড মিলে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি মিলে খোঁজ নিয়ে জানতে পারেন ট্রাকটি সেখানে পৌঁছায়নি। এরপর আসামীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন বন্ধ করে ট্রাকসহ পালিয়ে যান। এতে বাদীর প্রায় ৬,৩৬,৮০০ টাকার আর্থিক ক্ষতি হয়। তদন্তের পর পুলিশ আসামীদ্বয়কে ২৭ মার্চ রাত্রি সারে ৩ টায় দিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মোবারকগঞ্জ সুগার মিলের সামনে থেকে মোঃ বেলাল হোসেন ও মোঃ মোস্তফাকে গ্রেফতার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।