আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ডাকাতি করার সময় গ্রামবাসী ধাওয়া করে একটি ব্যাটারী চালিত অটো রিকশাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। গত সোমবার দিবাগত রাত ২ টায় আদমদীঘি উপজেলার ছোট জিনইর গ্রামে শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো নওগাঁ সদরের বোয়ালিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে জামাল হোসেন (৪২) ও একই উপজেলার শেখপুরা গ্রামের আব্দুল জোব্বারের ছেলে আব্দুল কাদের (৫৩)।
জানা যায়, আদমদীঘি-কাশিমালকুড়ি সড়কের পাশে ছোট জিনইর গ্রামের শফিকুল ইসলাম গত সোমবার দিবাগত রাতে তার ব্যবহৃত অটোভ্যান রেখে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২ টার দিকে মুখোশধারি ৭/৮ জন ছোড়া লাঠিসহ বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে।
এ সময় গৃহকর্তা টের পেলে দুবৃত্তরা তাকে মারপিট করে, তার বাড়িতে থাকা একটি ব্যাটারি চালিত অটোভ্যান ও অন্যান্য মালামাল লুট করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসি এগিয়ে এলে দুবৃর্ত্তরা পালিয়ে যাবার চেষ্টা করে। গ্রামবাসী তাদের ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটো রিকশাসহ দুই জনকে আটক করে পুলিশে সোর্পদ করলেও অন্যরা পালিয়ে যায়।