বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী ৭ম শ্রেনীর ছাত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে।
জানাগেছে, গাবতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাবিজার রহমান মোল্লা ছোট ছেলে সিফাত (১২) মসজিদে ইফতার শেষ বাড়ি থেকে বের হয়। ৮ মার্চ রাত ৯ টায় স্থানীয় লোকজন উঞ্চুরকী ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখ তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে জানায়। কর্তব্যরত ডাক্তার আরো বলেন, সিফাতকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে, গলায় হাতের আঙ্গুলের দাগ ছিল। নিহত সিফাত স্থানীয় একটি কেজি স্কুলের ৭ ম শ্রেণীর ছাত্র ছিল। সিফাতের মা রুলি বেগম জানান ইমরান হোসেন হারু নামের এক হিজরার বাড়ির নিকট সিফাতের লাশ পড়ে ছিল, সেই তাকে হত্যা করেছে। থানা পুলিশ লাশ উদ্ধার উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, পুলিশ সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে, মৃত্যুর রহস্য উদঘাটনে অভিযান চালিয়ে যাচ্ছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।