গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলীতে ৪ মাস জাবত নিখোঁজ হয়েছে প্রতিবন্ধী মিঠু মিয়ার। এ বিষয়ে তার মা মিনি বেগ বাদী হয় থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছে। জানা গেছে, গাবতলী উপজেলার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের উন্চুখী গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে বুদ্ধি প্রতিবন্ধী মিঠু মিয়া (১০) গত বছরের ২৫ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে যায়, আর বাড়ি ফেরেন। তার অভিভাবকেরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তার সন্ধান পায়নি।
তার গায়ের রং ফর্সা, মাথার চুল ছোট, মুখমন্ডল লম্বা, স্বাস্থ্য হালকা পাতলা, পায়ে কাটার চিহ্ন আছে, পরনে হলুদ রঙ্গের প্যান্ট গায়ে সাদা রংগের গেঞ্জি। নিখোঁজ হওয়ার চার মাস অতিবাহিত হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। গত বছরের ৩ ডিসেম্বর তার মা মিনি বেগম বাদী হয়ে গাবতলী থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করে। যাহার নং-১৪০। এ বিষয়ে তার মা কোন হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে গাবতলী মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। তার মোবাইল নং ০১৮৭১৯৫৩১৩৪।